শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:৫৯:৩২

এবার স্যামসাং আনছে ট্রিপল ফোল্ড-এর দারুণ স্মার্টফোন

এবার স্যামসাং আনছে ট্রিপল ফোল্ড-এর দারুণ স্মার্টফোন

আন্তর্জাতিক ডেস্ক : স্যামসাং ভাঁজযোগ্য স্মার্টফোনের বাজারে একটি বড় খেলোয়াড়, যা কোনও অর্থেই পিছিয়ে থাকতে চায় না। এই কারণেই বিশেষ ধরনের স্মার্টফোন নিয়ে আসছে স্যামসাং।

যা তাদের প্রতিযোগিতার মধ্যেও নিজেদের বাজার ধরে রাখতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। ​স্যামসাং -এর ফোল্ডেবল স্মার্টফোনটি ২০২৪ সালের দ্বিতীয় ত্রৈমাসিকের আগে লঞ্চ হতে পারে বলে মনে করা হচ্ছে।

স্যামসাং ভাঁজযোগ্য স্মার্টফোনের একটি বড় খেলোয়াড়। স্যামসাং এই বাজারে তার শীর্ষস্থানীয় অবস্থান ছাড়তে চায় না। এই কারণেই উদ্ভাবনী ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করেছে স্যামসাং। 

এখনও পর্যন্ত স্যামসাং ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করে আসছে। তবে শীঘ্রই তিনবার ভাঁজ করা যায় এমন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে স্যামসাং। এমন পরিস্থিতিতে অ্যাপলের উদ্বেগ বেড়েছে, কারণ অ্যাপল অনেক দিন ধরেই ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করছে।

স্যামসাংয়ের নতুন ফোল্ডেবল স্মার্টফোনটি তিনটি অংশে ভাঁজ করতে পারে। তবে স্যামসাং একমাত্র খেলোয়াড় নয়। একটি পোস্টে দাবি করা হয়েছে যে Huawei এই বছরের দ্বিতীয় প্রান্তিকে একটি ট্রিপল ফোল্ড স্মার্টফোন লঞ্চ করতে পারে। 

এমন পরিস্থিতিতে Huawei -এর আগে স্যামসাং তাদের ট্রিপল ফোল্ড ডিভাইস লঞ্চ করতে পারে। দাবি করা হচ্ছে যে Huawei এর ট্রিপল ফোল্ড স্মার্টফোনটি ২০২৩ সালের শেষে লঞ্চ হতে পারে।

স্যামসাং -এর ফোল্ডেবল স্মার্টফোনটি ২০২৪ সালের দ্বিতীয় ত্রৈমাসিকের আগে লঞ্চ হতে পারে। Galaxy Z Fold 6 এবং Galaxy Z Flip 6 শীঘ্রই লঞ্চ হতে পারে। তবে স্যামসাংয়ের এই ট্রিপল ফোল্ডিং ফোন কবে আসবে তা এখনও চূড়ান্ত হয়নি? এই বছরের গ্যালাক্সি আনপ্যাকডের সময় ডিভাইসটি টিজ করা হয়েছিল। সেই থেকে অনুমান করা হচ্ছে যে স্যামসাং একটি ট্রিপল স্ক্রীন ফোল্ডিং স্মার্টফোন আনছে।

প্রতিবেদনে দাবি করা হচ্ছে এই ফোনটি হবে সবচেয়ে অনন্য এবং আশ্চর্যজনক। যা অ্যাপেল ও Huawei -এর ফোল্ডেবল ফোন নিয়ে করা পরিকল্পার ক্ষেত্রে বড় সমস্যা সৃষ্টি করতে পারে বলে মোবাইল বিশেষঞ্জদের এক অংশ মনে করছেন বলে জানিয়েছেন। তবে এই ফোনটি যে শুধুমাত্র তিনবার ভাজ করা যাবে তা নয়। এর সঙ্গে থাকবে প্রচুর সংখ্যক দারুণ ফিচার্স।

স্যামসাং হল একটি দক্ষিণ কোরিয়ার বহুজাতিক উত্পাদনকারী সংস্থা যার সদর দফতর স্যামসাং ডিজিটাল সিটি, সুওন, দক্ষিণ কোরিয়ায়। স্যামসাং একটি ট্রেডিং কোম্পানি হিসাবে ১৯৩৮ সালে লি বাইং-চুল দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী তিন দশকে, গ্রুপটি খাদ্য প্রক্রিয়াকরণ, টেক্সটাইল, বীমা, সিকিউরিটিজ এবং রিচেল বিক্রেতা -সহ বিভিন্ন ক্ষেত্রে বৈচিত্র্য আনে। স্যামসাং ১৯৬০ এর দশকের শেষের দিকে ইলেকট্রনিক্স শিল্পে প্রবেশ করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে