মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪, ১২:২৮:৪৯

এবার এ মাসেই যে চমক নিয়ে আসছে স্যামসাং

এবার এ মাসেই যে চমক নিয়ে আসছে স্যামসাং

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক বাজারে গ্যালাক্সি বুক ফোর চলতি সপ্তাহেই বাজারজাত করার ঘোষণা দিয়েছে স্যামসাং ইলেকট্রনিকস। এ সিরিজের মধ্যে রয়েছে গ্যালাক্সি বুক ফোর আল্ট্রা, বুক ফোর প্রো ও বুক ফোর প্রো ৩৬০ ল্যাপটপ।

প্রাথমিক পর্যায়ে সিরিজটি কোরিয়ায় উন্মোচন করা হয়। সেখানে এটি বিক্রির দিক থেকে আগের ভার্সনকে ছাড়িয়ে গেছে। সফলতার অংশ হিসেবে বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানিসহ আন্তর্জাতিক বাজারে সিরিজটি উন্মোচন করা হচ্ছে।

গ্যালাক্সি বুক ফোর আল্ট্রা সিরিজের ফ্ল্যাগশিপ মডেল। এতে থ্রিকে অ্যামোলেড ডিসপ্লে ও ইন্টেলের কোর আল্ট্রা প্রসেসর ব্যবহার করা হয়েছে। সেই সঙ্গে এনভিডিয়ার জিফোর্স আরটিএক্স ৪০ সিরিজের গ্রাফিকস, ৬৪ জিবি র‍্যাম ও দুই টেরাবাইট এসএসডি রয়েছে।

অন্যদিকে গ্যালাক্সি বুক ফোর প্রো ৩৬০ ল্যাপটপটি আল্ট্রা ভার্সনের তুলনায় ওজনে হালকা। একই ডিসপ্লে ব্যবহার করা হলেও এ ল্যাপটপে ইন্টেল আর্ক গ্রাফিকস ব্যবহার করা হয়েছে। এতে এক টেরাবাইট স্টোরেজ, ৭৬ ওয়াট আওয়ারের ব্যাটারি ও ৬৫ ওয়াটের ইউএসবি টাইপ-সি অ্যাডাপ্টার রয়েছে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে