রবিবার, ০৩ মার্চ, ২০২৪, ০৯:৪২:৪০

মেয়েকে তুলে নিয়ে ৩ দিন আটকে রাখতে পারলেই বিয়ে!

মেয়েকে তুলে নিয়ে ৩ দিন আটকে রাখতে পারলেই বিয়ে!

আন্তর্জাতিক ডেস্ক : বিয়ের নানা ধরনের প্রথা রয়েছে। এ এমন এক প্রথা যেখানে পছন্দের মেয়েকে তুলে নিয়ে যেতে হবে। তারপর তাঁকে ৩ দিন নিজের জিম্মায় রাখতে পারলে তবেই হবে বিয়ে।

পৃথিবী তো বটেই, ভারতের যে কোনও প্রান্তে গেলেই বিয়ের নিয়ম, প্রথা, আচার যায় বদলে। এ দুনিয়ায় এমনও প্রথা রয়েছে যেখানে পছন্দের মেয়েকে নিয়ে যেতে পারলে তবেই হয় বিয়ে। এক্ষেত্রে যুক্তি হল পছন্দের মেয়েকে তুলে নিয়ে যেতে হবে। সে বলপূর্বক হতে পারে অথবা তাঁর সম্মতি সাপেক্ষে।

কোনও পুরুষ যদি তাঁর পছন্দের নারীকে বিয়ে করতে চান তাহলে প্রথমে তাঁকে এভাবেই পথ নিতে হবে। এখানেই শেষ নয়। এরপর কমপক্ষে ২ থেকে ৩ দিন ওই নারীকে তাঁর কাছে ধরে রাখতে হবে।

এরমধ্যে ওই পুরুষের জিম্মা থেকে সেই নারী পালাতে পারলে আর বিয়ে হবেনা। তবে ৩ দিন পর্যন্ত ওই নারীকে নিজের কাছে রাখতে পারলে তখন ওই নারীকে স্ত্রী হিসাবে পেতে পারেন ওই পুরুষ।

যদিও এখানে একটা শর্ত আছে। সেটা হল সব কিছুর পর ওই নারীকে রাজি হতে হবে। স্ত্রীর চিহ্ন হিসাবে তিনি যদি গলায় একটি বিশেষ ধরনের বস্ত্র পরিধান করতে সম্মত হন তবেই হবে বিয়ে।

ওই নারী রাজি না হলে বিয়ে হবেনা। এখনও কিরঘিজস্তান এবং কাজাখস্তানে অনেক জায়গায় এই প্রথা প্রচলিত রয়েছে। যেখানে বিবাহযোগ্যা তরুণীদের নিয়ে যান পুরুষরা। তবে শেষপর্যন্ত বিয়েটা নির্ভর করে ওই মহিলার সম্মতির ওপর।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে