রবিবার, ০৩ মার্চ, ২০২৪, ০২:১৪:১৩

Super AMOLED ডিসপ্লে নিয়ে স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি ফোন

 Super AMOLED ডিসপ্লে নিয়ে স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি ফোন

আন্তর্জাতিক ডেস্ক : ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর, ৫ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর এবং ২ মেগাপিক্সেলের আরও একটি শুটার রয়েছে।

সম্প্রতি ভারতে বাজারে স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি (Samsung Galaxy A15 5G) ফোনের নতুন একটি ভ্যারিয়েন্ট (New RAM And Storage Variant) লঞ্চ হয়েছে। 

এই নয়া মডেলে রয়েছে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। প্রথমে স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি ফোন লঞ্চ হয়েছিল ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। 

এবার তুলনায় কম র‍্যাম এবং স্টোরেজ নিয়ে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি ফোনের নতুন ভ্যারিয়েন্ট। এই ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর রয়েছে। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের চার্জিং সাপোর্ট।

স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা। ব্যাঙ্কের মাধ্যমে ১৫০০ টাকা ছাড় পাওয়া যাবে। 

এর ফলে ফোনের দাম কমে হবে ১৬,৪৯৯ টাকা। এর আগে স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি ফোনের দুটো ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছিল। 

৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ছিল ১৯,৪৯৯ টাকা। অন্যদিকে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ছিল ২২,৪৯৯ টাকা। 

গতবছর ডিসেম্বর মাসে এই ফোন প্রথম ভারতে লঞ্চ হয়েছিল। ব্লু ব্ল্যাক, ব্লু এবং লাইট ব্লু- এই তিন রঙের শেডে ভারতে লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি ফোন।

স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নেওয়া যাক
ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট যুক্ত এই ফোন পরিচালিত হয় অ্যান্ড্রয়েড ১৩ বেসড One UI 5- এর সাহায্যে। এখানে রয়েছে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত Super AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ।

ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর, ৫ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর এবং ২ মেগাপিক্সেলের আরও একটি শুটার রয়েছে। আর ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।

কানেক্টিভিটি অপশন হিসেবে স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি ফোনে রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক, ইউএসবি টাইপ-সি পোর্টের সাপোর্ট। এছাড়াও ইউজারের বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর।

স্যামসাং সংস্থার দাবি এই ফোনের ব্যাটারিতে একবার পুরো চার্জ দিলে প্রায় ২১ ঘণ্টা ভিডিও প্লেব্যাক সাপোর্ট পাওয়া যাবে। ফোনের ওজন প্রায় ২০০ গ্রাম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে