মঙ্গলবার, ০৫ মার্চ, ২০২৪, ০৪:১৭:৪৫

নতুন রূপে সেরা বাইক Bajaj Pulsar NS200

 নতুন রূপে সেরা বাইক Bajaj Pulsar NS200

আন্তর্জাতিক ডেস্ক : নতুন ফিচার্স-সহ দমদার লুকে লঞ্চ হয়েছে বাজাজ পালসার NS200। বাজারে 200 সিসির যতগুলি বাইক রয়েছে তার মধ্যে অন্যতম। কিছুদিন আগেই বাইকের 2024 মডেল লঞ্চ হয়েছে। 

বেশ কিছু ফিচার্স আপডেট করা হয়েছে বাইকে। যার দরুন দাম পরিবর্তন হয়েছে। এটির এক্স-শোরুম দাম 1.54 লাখ টাকা, তবে অন রোড প্রাইস কত পড়তে পারে জেনে নিন।

বাজাজ পালসার সিরিজের সেরা মডেল NS200। যা সম্প্রতি নতুন রূপে দমদার ফিচার্সের সঙ্গে লঞ্চ হয়েছে। বাইকের 2024 মডেলে পাবেন নতুন ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল এবং ব্লুটুথ কানেক্টিভিটি। পালসারের যতগুলি মডেল বিক্রি হয় ভারতে প্রত্যেকটি বাইকে আপডেট করেছে বাজাজ অটো।

ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল এবং ব্লুটুথ কানেক্টিভিটি ছাড়াও LED হেডল্যাম্পও পাবেন বাইকে। এই সমস্ত আপডেটের ফলে বাইকের দামেও পরিবর্তন এসেছে। নতুন বাজাজ পালসার NS200 বাইকের এক্স-শোরুম দাম রাখা হয়েছে 1.54 লাখ টাকা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে