মঙ্গলবার, ০৫ মার্চ, ২০২৪, ১১:৪৬:০৩

ফেসবুক আইডি হ্যাক হয়েছে ভেবে আতঙ্কিত হয়ে যান সবাই!

ফেসবুক আইডি হ্যাক হয়েছে ভেবে আতঙ্কিত হয়ে যান সবাই!

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর আবারও সক্রিয় হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। বাংলাদেশ সময় রাত ৯টার পর হঠাৎ করে ফেসবুকে সমস্যা দেখা দেয়। তখন স্বয়ংক্রিয়ভাবে ফেসবুক আইডিগুলো লগআউট হয়ে যায়।

ওই সময় ব্যবহারকারীরা ভাবতে থাকেন তাদের আইডি হয়তবা হ্যাকিংয়ের স্বীকার হয়েছে। কারণ সঠিক পাসওয়ার্ড দেওয়ার পরও বলা হচ্ছিল, পাসওয়ার্ডটি সঠিক নয়।

আর এমন পরিস্থিতিতে সবাই আতঙ্কিত হয়ে পড়েন। তবে এক-দুই করে পরবর্তীতে জানা যায়, সবাই একই  সমস্যার সম্মুখীন হয়েছেন।

ফেসবুকের এ সমস্যা পুরো বিশ্বজুড়ে দেখা যায়। ট্র্যাকিং অ্যাপ ডাউন ডিটেক্টরে লাখ লাখ মানুষ এই সমস্যা নিয়ে অভিযোগ করতে থাকেন।

আতঙ্কিত না হতে অনুরোধ করেছেন ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটের এসপি মো. নাজমুল ইসলাম। ফেসবুকের বাংলাদেশ ও সিঙ্গাপুর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর তিনি এ কথা জানান। মঙ্গলবার রাতে এ বিষয়ে একটি ভিডিও বার্তা দেন এসপি নাজমুল।

ভিডিও বার্তায় তিনি বলেন, ফেসবুকের কার্যক্রম বর্তমানে কিছুটা বিঘ্নিত হচ্ছে। ইতোমধ্যে এ বিষয়টি নিয়ে আমরা বাংলাদেশের কর্তৃপক্ষ এবং সিঙ্গাপুরের ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে— সমস্যার সমাধানে তারা কাজ করে যাচ্ছে। দ্রুতই সমস্যার সমাধান হয়ে যাবে।

বিশ্বজুড়ে ডাউন ফেসবুক-মেসেঞ্জার-ইনস্টাগ্রামতিনি আরও বলেন, এটা সম্পূর্ণ ফেসবুকের কারিগরি সমস্যা, কেউ আতঙ্কিত হবেন না। এতে ফেসবুক অ্যাকাউন্টধারী বা ফেসবুক অ্যাপের কোনো ত্রুটি নেই। পাসওয়ার্ড বা আর্থিক কোনো বিষয়েও সংশ্লিষ্টতা নেই। আপনার ফেসবুক হ্যাক হয়নি, তাই কেউ আতঙ্কিত  হবেন না। শিগগিরই সমস্যার সমাধান হয়ে যাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে