বুধবার, ০৬ মার্চ, ২০২৪, ১০:১৯:০৯

আপনার কল্পনাকেও হার মানাবে নীতা আম্বানির এই হারের দাম

আপনার কল্পনাকেও হার মানাবে নীতা আম্বানির এই হারের দাম

আন্তর্জাতিক ডেস্ক : বিলাসবহুল জীবন যাপনে বরাবরই আলোচনার শীর্ষে থাকেন মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি। সম্প্রতি এই দম্পতির ছোট ছেলে অনন্ত আম্বানি এবং তার বাগদত্তা রাধিকা মার্চেন্টের প্রাক-বিয়ের আয়োজন শেষ হয়েছে। অনুষ্ঠানে প্রথম দিন নীতা আম্বানির গলায় থাকা লম্বা হারের দাম নিয়ে চলছে ব্যাপক আলোচনা।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আম্বানি বাড়ির বৌ বহু মূল্যবান গয়না পরবেন, তা স্বাভাবিক। কিন্তু কখনও কখনও কিছু জিনিস ধারণার বাইরে চলে যায়, যা আপনার কল্পনাকেও হার মানাবে!

ছোট ছেলের প্রাক-বিবাহ উদযাপনে শাড়ির সঙ্গে নীতা পরেছিলেন ঠাসা হিরের একটা লম্বা হার। নীতার সেই হার অনেকেরই চোখে লেগে রয়েছে।

তবে হারের দাম শুনে অনেকেরই আবার চোখ কপালে। জানা যায়, নীতার এই হারের দাম নাকি প্রায় ৪০০ থেকে ৫০০ কোটি টাকা। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ডিএনএ ইন্ডিয়া।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে