বৃহস্পতিবার, ০৭ মার্চ, ২০২৪, ১০:৪৪:২০

রমজান উপলক্ষে বিশাল মূল্যছাড় নিত্যপণ্যে, চলছে দাম কমানোর প্রতিযোগিতা

রমজান উপলক্ষে বিশাল মূল্যছাড় নিত্যপণ্যে, চলছে দাম কমানোর প্রতিযোগিতা

আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র রমজান উপলক্ষে সৌদি আরবে চলছে নিত্যপণ্যের দাম কমানোর প্রতিযোগিতা। দেশটির সুপারশপ থেকে শুরু করে ছোট ছোট দোকানেও হিড়িক পড়েছে মূল্যছাড়ের। রমজানে নিত্যপণ্যের দাম কম থাকায় জনমনেও থাকে স্বস্তি।

রমজান মাস সামনে রেখে বাংলাদেশের ব্যবসায়ীরা নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিলেও, উল্টো চিত্র সৌদি আরবে। দেশটির সুপারশপসহ সবখানে চলছে পণ্যের দাম কমানোর প্রতিযোগিতা। সিয়াম সাধনার মাস রমজান শুরুর আগেই নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যে মূল্যছাড়ের হিড়িক পড়ে যায় দেশটিতে। 

 এছাড়া পবিত্র এ মাসে কর্মঘণ্টা কম থাকায় বিশ্রামের সুযোগ পান প্রবাসী বাংলাদেশিরাও।  রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে কমানো হয়েছে প্রায় সব ধরনের পণ্যের দাম। বড় বড় সুপারমার্কেটগুলোতে ক্রেতাদের আকৃষ্ট করতে চলে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের ওপর বিশেষ মূল্যছাড়ের প্রতিযোগিতা। বাংলাদেশিদের পছন্দের ছোলা, মুড়ি, চাল, ডাল, তেল, চিনিতেও থাকে বিশেষ ছাড়।

প্রবাসীরা জানান, রমজানে পণ্যে বিশেষ ছাড় থাকায় কম টাকায় পুরো মাস চলে যায়। দেশে থাকা পরিবারের জন্য কিছু বাড়তি টাকাও পাঠানোর সুযোগ তৈরি হয়। 

এছাড়া রমজান মাস এলেই পরিবর্তন হয়ে যায় সৌদি আরবের কর্মজীবীদের কাজের সময়। তবে মধ্যরাত পর্যন্ত খোলা থাকে দোকানপাটসহ বিভিন্ন শপিংমল। গভীর রাত পর্যন্ত চলে জমজমাট বেচাকেনা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে