আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র রমজান মাস আগে সংযুক্ত আরব আমিরাতে পেঁয়াজের দাম ২০ শতাংশ কমবে বলে আশা করা হচ্ছে। রমজানে এমনিতেই নিত্যপণ্যে চলে ছাড়ের প্রতিযোগিতা। তবে পেঁয়াজের দাম আরও ২০ শতাংশ কমার কারণ ভিন্ন।
খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, সাধারণত আমিরাত বেশিরভাগ পেঁয়াজ আমদানি করে ভারত থেকে। তবে স্থানীয় বাজারে দাম বেড়ে যাওয়ায় প্রায় তিন মাস ধরে ভারত পেঁয়াজ রফতানি বন্ধ রেখেছিল। সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে নয়াদিল্লি।
জলবায়ু পরিবর্তনের কারণে উৎপাদন কম হয়েছিল এবং স্থানীয় বাজারে দাম বৃদ্ধি পেয়েছিল। তাই পরিস্থিতি সামাল দিতে গত বছরের ডিসেম্বরে পেঁয়াজ রফতানি বন্ধ করে ভারত। তবে এই সপ্তাহের শুরুতে নয়াদিল্লি সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশে ৬৪,৪০০ টন পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছে।
ভারতের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, ন্যাশনাল কো-অপারেটিভ এক্সপোর্টস লিমিটেড (এনসিইএল) এর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে ত্রৈমাসিক ৩,৬০০ মেট্রিক টন পরিমাণের সর্বোচ্চ সীমাসহ ১৪,৪০০ টন পেঁয়াজ রফতানির অনুমতি দেওয়া হয়েছে।
ভারতের রফতানি নিষেধাজ্ঞার পর সংযুক্ত আরব আমিরাতে পেঁয়াজের দাম প্রতি কেজি গড়ে ১.৫-২ দিরহাম থেকে বেড়ে ৭-৮ দিরহাম হয়েছে। পরিস্থিতি সামলাতে তুরস্ক, ইরান ও চীন থেকে পেঁয়াজ আমদানি করে আমিরাত। তবে দাম ততটা কমেনি।
অর্থনীতি মন্ত্রণালয়ের নিরীক্ষণ এবং ফলো-আপ সেক্টরের সহকারী আন্ডার সেক্রেটারি আবদুল্লাহ সুলতান আল ফান আল শামসি বুধবার বলেছেন যে, সংযুক্ত আরব আমিরাত এই বিষয়ে ভারত সরকারের সাথে আলোচনা করছে।
সংযুক্ত আরব আমিরাত এবং ভারত কয়েক বছর আগে একটি ব্যাপক অর্থনৈতিক অংশীদারি চুক্তি (সিইপিএ) স্বাক্ষর করেছে। এতে অন্যান্য শিল্পের মধ্যে অনেক খাদ্য সামগ্রীও রয়েছে।