বৃহস্পতিবার, ০৭ মার্চ, ২০২৪, ১১:৫৪:১৮

আপনি কী নতুন ফোন কিনবেন? তাহলে সুখবর

আপনি কী নতুন ফোন কিনবেন? তাহলে সুখবর

আন্তর্জাতিক ডেস্ক : ইনফিনিক্স গত আগস্টে পারফরম্যান্স-কেন্দ্রিক বাজেট রেঞ্জের ফোন, Infinix GT 10 Pro লঞ্চ করেছিল। বর্তমান ব্র্যান্ডটি এর উত্তরসূরি মডেলের ওপর কাজ করছে বলে জানা গেছে। 

যা Infinix GT 20 Pro নামে লঞ্চ হবে বলে নিশ্চিত করা হয়েছে। হ্যান্ডসেটটিকে এখন একাধিক সার্টিফিকেশন সাইটে দেখা গেছে এবং গিকবেঞ্চ (GeekBench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে হাজির হয়েছে। লঞ্চের জন্য ছাড়পত্র দেওয়ার পাশাপাশি, সার্টিফিকেশন লিস্টিংগুলি Infinix GT 20 Pro-এর কিছু বৈশিষ্ট্যও প্রকাশ করেছে।

ইনফিনিক্স জিটি ২০ প্রো গিকবেঞ্চ বেঞ্চমার্কের পাশাপাশি, টিইউভি (TUV), ইইসি (EEC) এবং ওয়াইফাই (WiFi) ডেটাবেসে উপস্থিত হয়েছে। এটি সবকটি প্ল্যাটফর্মেই ফোনটির মডেল নম্বর X6871। 

গিকবেঞ্চ লিস্টিং অনুসারে, ইনফিনিক্স জিটি ২০ প্রো-এ ব্যবহৃত প্রসেসর ২ গিগাহার্টজ ক্লক স্পিডের চারটি কোর, ৩ গিগাহার্টজ গতির তিনটি কোর এবং সর্বোচ্চ ৩.১০ গিগাহার্টজ স্পিডের একটি প্রাইমারি কোর দ্বারা গঠিত। এই তথ্যগুলি নির্দেশ করে, সেটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ হতে পারে।

বেঞ্চমার্ক ডেটাবেস থেকে এও জানা গেছে যে, আসন্ন ইনফিনিক্স স্মার্টফোনটিতে ১২ জিবি র‍্যাম মিলবে এবং লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে রান করবে। এছাড়া, গিকবেঞ্চের সিঙ্গেল-কোর এবং মাল্টি-কোর টেস্টে ইনফিনিক্স জিটি ২০ প্রো যথাক্রমে ১,০০৫ এবং ৩,৩১১ পয়েন্ট স্কোর করেছে।

অন্যদিকে, টিইউভি রেইনল্যান্ড (TUV Rheinland) সার্টিফিকেশন নিশ্চিত করেছে যে, Infinix GT 20 Pro-এ ৪,৯০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকবে, যেটিকে ৫,০০০ এমএএইচ হিসাবে বাজারজাত করা হতে পারে। আবার ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে উপলব্ধ জিটি ২০ প্রো-এর লিস্টিং থেকে জানা গেছে যে, এটি ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে।

যদিও, Infinix GT 20 Pro-এর ওয়াইফাই এবং ইইসি সার্টিফিকেশন কোনও অতিরিক্ত তথ্য প্রকাশ করেনি। তবে যেহেতু হ্যান্ডসেটটি একাধিক সার্টিফিকেশন প্ল্যাটফর্ম থেকে সবুজ সংকেত পেয়েছে, তাই অনুমান করা যায় ফোনটি শীঘ্রই লঞ্চ হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে