শুক্রবার, ০৮ মার্চ, ২০২৪, ১০:৩৬:০৮

এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ মুকেশ আম্বানির ছেলে অনন্তের!

এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ মুকেশ আম্বানির ছেলে অনন্তের!

আন্তর্জাতিক ডেস্ক : এশিয়ার শীর্ষ ধনী ভারতের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির প্রাক্-বিয়ের জমকালো আয়োজনের কথা সবার মুখে মুখে। 

অনুষ্ঠান উপলক্ষ্যে অনন্তর দামি পোশাক, ঘড়ি, গাড়ির তথ্য মানুষকে বিস্মিত করছে। এমনকি মার্ক জাকারবার্গ পর্যন্ত তাঁর হাতঘড়ি দেখে মুগ্ধ বনে গেছেন। এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ, স্কুলে অনন্তকে ‘ভিখারি’ বলে উত্ত্যক্ত করত তাঁর বন্ধুরা!

ভারতের অন্যতম ধনী পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও অনন্তকে কেন তাঁর স্কুলবন্ধুরা ‘ভিখারি’ বলে উত্ত্যক্ত করত? জানা যায়, অনন্ত তার স্কুলজীবনে হাতখরচ হিসাবে সপ্তাহে পেতেন মাত্র পাঁচ রুপি। যার কারণে তাঁকে তাঁর স্কুলের বন্ধুরা ‘তুই আম্বানি নাকি ভিখারি’ বলে উত্ত্যক্ত করত।

তাঁর বাবা মুকেশের মালিকানাধীন ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেছেন অনন্ত। মুকেশের বাবা ধীরুভাই। তিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা।

একবার এক সাক্ষাৎকারে মুকেশের স্ত্রী নীতা আম্বানি বলেছিলেন, তিন সন্তান আকাশ, ইশা ও অনন্ত আম্বানিকে অর্থের মূল্য শেখাতে স্কুলজীবনে প্রতি সপ্তাহে মাত্র পাঁচ রুপি করে হাতখরচ দিতেন তাঁরা।

নীতা আরও বলেছিলেন, ক্যান্টিনে খরচের জন্য সপ্তাহে মাত্র পাঁচ রুপি হাতখরচ পাওয়ার কারণে স্কুলে অনন্তকে উপহাস করা হয়েছিল। তিনি (নীতা) ও তাঁর স্বামী মুকেশ ছেলের কাছ থেকে এই কথা শুনে অনেক হেসেছিলেন।

অনন্ত যুক্তরাষ্ট্রের খ্যাতনামা ব্রাউন ইউনিভার্সিটি থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন। তিনি এখন রিলায়েন্সের নবায়নযোগ্য জ্বালানি খাতের ব্যবসা দেখভাল করেন। তিনি রিলায়েন্স নিউ সোলার এনার্জির পরিচালক পদে আছেন। তাঁর মোট সম্পদ ৪০ বিলিয়ন ডলারের বেশি বলে ধারণা করা হয়।

১ থেকে ৩ মার্চ ভারতের গুজরাটের জামনগরে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক্-বিয়ের অনুষ্ঠান হয়। দেশবিদেশের ব্যবসা, রাজনীতি, ক্রীড়া, বিনোদনসহ বিভিন্ন অঙ্গনের নামিদামি ব্যক্তিরা অতিথি হয়ে এসেছিলেন এই আয়োজনে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে