শনিবার, ০৯ মার্চ, ২০২৪, ০৭:০৫:১২

প্রবল বৃষ্টি আর বজ্রপাতে বিপর্যস্ত আরব আমিরাত!

প্রবল বৃষ্টি আর বজ্রপাতে বিপর্যস্ত আরব আমিরাত!

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে প্রবল বৃষ্টিপাত হয়েছে। আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান, রাস আল খাইমাহ, ফুজাইরাহসহ সব জায়গায় শনিবার (৯ মার্চ) অঝোরে ঝরেছে বৃষ্টি।

অতিবৃষ্টির পাশাপাশি আল আইন এবং পরবর্তীতে আজমানে বজ্রপাত হয়েছে। শনিবার সকাল ৭টা ৪৫ মিনিটে মেঘে আচ্ছন্ন হয়ে যায় পুরো আকাশ। এরপর শুরু হয় বৃষ্টি।

গত সপ্তাহে দেশটির আবহাওয়া দপ্তর বৃষ্টির ব্যাপারে সতর্কতা দিয়েছিল। তারা আরও জানিয়েছে, এ সপ্তাহের শেষ পর্যন্ত ভেজা আবহাওয়া বিরাজমান থাকবে। আমিরাতের আবহাওয়া সংস্থা ন্যাশনাল সেন্টার ফর মেটরোলোজি (এনসিএম) জানিয়েছে, দুবাইয়ের আল খাওয়ানিজ এবং উম হুরাইরে সকালে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। পরবর্তীতে দুবাইয়ের অন্যান্য অঞ্চলেও প্রবল বৃষ্টিপাত হতে থাকে।

এরআগে গতকাল শুক্রবার রাতে আবুধাবির ছোট শহর গিয়াথিতে শিলাবৃষ্টি হয়। ওই সময় আবুধাবির অন্যান্য অঞ্চলে সাধারণ বৃষ্টি ঝরে। আবহাওয়া দপ্তর গত সপ্তাহে জানিয়েছিল, দক্ষিণপশ্চিমাঞ্চলের ভূপৃষ্ঠের নিম্নচাপ সঙ্গে দক্ষিণাঞ্চল থেকে উত্তরপশ্চিমাঞ্চলে দিকে বহমান আদ্র বাতাসের কারণে পুরো আমিরাতে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।

তারা আরও জানিয়েছিল, আবহাওয়ার এমন পরিস্থিতি শনিবার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে এবং পরবর্তীতে বৃষ্টিসহ মেঘের পরিমাণ বাড়তে থাকবে। যারসঙ্গে থাকবে বজ্রপাত, বজ্রসহ শিলাবৃষ্টি এবং শক্তিশালী বাতাস।     

আগামীকাল রোববারও মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এরপর এদিন সন্ধ্যায় বৃষ্টিপাত কমে যাবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: গালফ নিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে