রবিবার, ১০ মার্চ, ২০২৪, ১১:০৯:৫৪

দেশজুড়ে অরেঞ্জ অ্যালার্ট জারি, বিপর্যস্ত সংযুক্ত আরব আমিরাত

দেশজুড়ে অরেঞ্জ অ্যালার্ট জারি, বিপর্যস্ত সংযুক্ত আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক: ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এতে ব্যাপক দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। দেশজুড়ে জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। শনিবারের পর রোববারও দেশটিতে বৃষ্টি হয়।

শনিবার সকাল থেকেই আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান, রাস আল খাইমাহ, ফুজাইরাহসহ নানা শহরে ঝড়ো বাতাস ও বৃষ্টি হয়েছে। পানিতে তলিয়ে গেছে দুবাইয়ের বেশিরভাগ রাস্তা। 

আর বজ্রপাত হয়েছে আল আইন ও আজমানে। বৈরি আবহাওয়া ছিল রোববার দুপুর পর্যন্ত। এ সময়ে ব্যাপক বৃষ্টি, বজ্রপাত ও শিলাবৃষ্টি হতে পারে বলে আগেই পূ্র্বাভাস দিয়েছিল দেশটির আবহাওয়া বিভাগ।

বাসিন্দাদের বাড়ির বাইরে না যেতে নির্দেশ দিয়েছে আবহাওয়া বিভাগ। গত ফেব্রুয়ারিতেও সংযুক্ত আরব আমিরাতে ভয়াবহ বৃষ্টি ও বজ্রপাত হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে