বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪, ১১:৪৫:৩১

রমজান যে দেশের জাতীয় উৎসব, একসঙ্গে ইফতার করেন মুসলিম-অমুসলিম

রমজান যে দেশের জাতীয় উৎসব, একসঙ্গে ইফতার করেন মুসলিম-অমুসলিম

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে রমজানকে জাতীয় উৎসব হিসেবে বিবেচনা করা হয়। তাই, দেশটির সমস্ত মুসলিম এবং অমুসলিমরা রমজান উপভোগ করেন এবং উদযাপন করেন।

   লেবাননের রমজান অন্যান্য দেশের তুলনায় ভিন্ন হলেও আরো বেশি সুন্দর এবং আকর্ষণীয়। দেশটির জনসংখ্যার ৪০ শতাংশই খ্রিস্টান হলেও এখানেই  যে কেউ রমজান উৎসব উপভোগ করতে পারেন! রমজান মাসে দিনের আলোতেও এখানে ভালো খাবার পাওয়া যায়, কোনোরকম রক্তচক্ষু ছাড়াই।

শার্ঘডেইলির প্রতিবেদনে বলা হয়ঃ লেবাননে খ্রিস্টানদের বড়দিনের মতো রমজানকেও একটি জাতীয় উৎসব হিসেবে বিবেচনা করা হয়। দেশটির সমস্ত সম্প্রদায়ই রমজান উৎসব উপভোগ করে থাকে। এটি কেবল মুসলমানদের মধ্যেই সীমাবদ্ধ নয়। রাষ্ট্রপতির প্রাসাদে একটি বার্ষিক ইফতার-ডিনারের আয়োজন করা হয় যাতে সমস্ত সম্প্রদায়ের নেতা এবং ধর্মীয় ব্যক্তিত্বরা অংশগ্রহণ করে থাকেন।

ইফতার ডিনারে মুসলিম এবং অমুসলিম অর্থাৎ যারা রোজা রাখেন এবং যারা রাখেন না তারা একে অপরের পাশে বসে থাকেন। উভয় পক্ষ থেকেই এক ধরনের সমঝোতা থাকে। এটা এই অর্থে যে, যারা রোজা রাখেন তাদের এই ধারণাকে সম্মান প্রদর্শন করা এবং একই সাথে যারা রাখেন না তাদের প্রতি সহনশীল হওয়া।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে