মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ০২:২০:১২

এবার দুটি নতুন ডিভাইস লঞ্চ

এবার দুটি নতুন ডিভাইস লঞ্চ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে অনার স্মার্টফোনের পাশাপাশি ল্যাপটপ সেগমেন্ট আরও বিস্তার করেছে। ব্র্যান্ডের পক্ষ থেকে Honor MagicBook X14 Pro এবং X16 Pro 2024 নামের দুটি নতুন ডিভাইস লঞ্চ করা হয়েছে। 

এই ডিভাইসগুলি শপিং সাইট আমাজনের মাধ্যমে সেল করা হবে। এই ল্যাপটপগুলিতে স্লিক এবং লাইটওয়েট মেটাল ফিনিশ ডিজাইন, 16 ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে, ইন্টেল কোর প্রসেসর, 16GB পর্যন্ত র‍্যামের মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ডিভাইসগুলি সম্পর্কে।

স্ক্রিন: অনার ম্যাজিকবুক এক্স14 প্রোতে 1920×1200 পিক্সেল রেজোলিউশন সহ 14 ইঞ্চির FHD ডিসপ্লে রয়েছে। একইভাবে ম্যাজিকবুক এক্স16 প্রোতে 16 ইঞ্চির FHD স্ক্রিন দেওয়া হয়েছে। এতে ডায়নামিক ডিমিং, 16:10 আসপেক্ট রেশিও, 300 নিট ব্রাইটনেস, 100% sRGB গেমিং এবং ই-বুক মোড সাপোর্ট পাওয়া যায়।

প্রসেসর: ম্যাজিকবুক এক্স14 প্রো এবং ম্যাজিকবুক এক্স16 প্রো উভয় ডিভাইসেই লেটেস্ট 13 জেনারেশন ইন্টেল কোর i5-13420H সিরিজ প্রসেসর রয়েছে। এতে প্রিমিয়াম পারফরমেন্স পাওয়া যায়। এই ল্যাপটপটি ভালো ইউজার এক্সপেরিয়েন্সের জন্য 35W স্মার্ট মোড এবং 40W হাই-পাওয়ার মোডের মাঝামাঝি ডুয়াল-মোড সুইচিং ফিচার রয়েছে।

স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য এবং ল্যাপটপে স্পিড দেওয়ার জন্য 8GB/16GB LPDDR4x এবং 512GB NVMe SSD স্টোরেজ যোগ করা হয়েছে।

ব্যাটারি: উভয় ল্যাপটপেরই 60Whr ব্যাটারি রয়েছে। এছাড়াও এটি 65W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার চার্জ করলে এই ডিভাইসে 11.5 ঘন্টা ভিডিও প্লেব্যাক এবং 10 ঘন্টা অফিস ব্যাবহার করা যায়।

অন্যান্য: নতুন Honor MagicBook X14 Pro এবং X16 Pro 2024 ল্যাপটপগুলিতে 0.2 মিমি অল্ট্রা-থিন ব্লেড, 29700 মিমি 2 কুলিং ব্লেড এরিয়া, হাই-রেস স্টিরিও স্পিকার, এআই নয়েস ক্যানসেলেশন এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

কানেক্টিভিটি: কানেক্টিভিটির জন্য এতে এইচডিএমআই, ইউএসবি-ই 3.2 জেন1/জেন2, 3.5 মিমি হেডফোন জ্যাক এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট আছে।

ওএস: অনার ম্যাজিকবুক এক্স 14 প্রো এবং এক্স 16 প্রো উভয় ল্যাপটপেই উইন্ডোজ 11 হোম অপারেটিং সিস্টেম রয়েছে।

জানিয়ে রাখি অনার ম্যাজিকবুক এক্স 14 প্রো এবং অনার ম্যাজিকবুক এক্স 16 প্রো 2024 ল্যাপটপগুলি ভারতে আমাজনের মাধ্যমে সেল করা হবে। তবে এখনও পর্যন্ত দাম এবং সেল সম্পর্কে কিছু জানানো হয়নি, তবে শীঘ্রই এই তথ্য জানিয়ে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে