মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ০৭:৩৩:৪০

ট্রাক-বাসের ভয়াবহ সংঘর্ষ, বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থীর মৃত্যু

ট্রাক-বাসের ভয়াবহ সংঘর্ষ, বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থীর মৃত্যু

এমটিনিউজ২৪ ডেস্ক : কেনিয়ার একটি ব্যস্ত মহাসড়কে ট্রাকের সঙ্গে দেশটির শীর্ষ এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী এক বাসের সংঘর্ষে ১১ জন নিহত ও ৪২ জন মারাত্মকভাবে আহত হয়েছেন। 

প্রবল বৃষ্টিপাতের মধ্যে ওভারটেক করতে গিয়ে এ ভয়াবহ সংঘর্ষ ঘটে। পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির। 

সংবাদ মাধ্যমটির খবরে বলা হয়েছে, কেনিয়াটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাসটিতে করে উপকূলীয় শহর মোম্বাসায় যাওয়ার পথে রাজধানী নাইরোবি থেকে ৩৬০ কিলোমিটার (২২০ মাইল) দূরে মংগুতে সোমবার বিকাল ৫টা ৫০ মিনিটে দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এতে ঘটনাস্থলেই ১০ জন নিহত ও হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। দুর্ঘটনায় ৪২ জন গুরুতর আহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বাসের চালক মোটর গাড়ির একটি বহরকে ওভারটেক করার সময় ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার ডানদিকে ছিটকে পড়ে। এ সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। বাসটিতে ৫৮ জন যাত্রী ছিল।

কেনিয়ার রেডক্রস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় বলেছে, আহতদের পার্শ্ববর্তী শহর ভইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্বল যোগাযোগ ব্যবস্থা ও নিয়ম না মেনে বেপরোয়া গাড়ি চালানোয় পূর্ব আফ্রিকার এ দেশে প্রায় সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।

ন্যাশনাল ট্রান্সপোর্ট অ্যান্ড সেফটি অথরিটির পরিসংখ্যান অনুযায়ী, কেনিয়ায় ২০২৩ সালে সড়ক দুর্ঘটনায় ৪ হাজার ৩২৪ জন নিহত এবং ১৮ হাজার ৫৬১ জন আহত হয়েছেন; যা আগের বছরের তুলনায় ৭ দশমিক ৮ শতাংশ কম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে