বুধবার, ২০ মার্চ, ২০২৪, ১১:১০:০৭

যত টাকা বেতন পেতেন নীতা আম্বানি, যা শুনে হাসত মানুষ!

যত টাকা বেতন পেতেন নীতা আম্বানি, যা শুনে হাসত মানুষ!

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের অন্যতম শীর্ষ ধনীর একজন মুকেশ আম্বানি। তার স্ত্রী নীতা আম্বানি। স্কুলশিক্ষক হিসেবে নিজের পেশাজীবন শুরু করেছিলেন নীতা। কিন্তু তখন তার বেতন এতই কম ছিল যে, তা শুনে নাকি অনেকেই হাসাহাসি করত।

আন্তর্জাতিক ডেস্ক: মুম্বাইয়ের মধ্যবিত্ত এক গুজরাটি পরিবারে নীতার জন্ম। বিয়ের আগে থেকেই সান ফ্লাওয়ার নার্সারিতে শিক্ষকতা শুরু করেন তিনি। এসময় বেতন হিসেবে মাসে পেতেন মাত্র ৮০০ রুপি। পুরনো এক সাক্ষাৎকারে নিজেই এ তথ্য জানিয়েছিলেন নীতা আম্বানি। 

অল্প কিছুদিন প্রেমের পর ১৯৮৫ সালে বিয়ে করেন মুকেশ ও নীতা। সাক্ষাৎকারে নীতা আম্বানি বলেছিলেন, মুকেশকে বিয়ে করার পরও তিনি তার শিক্ষকতার চাকরি চালিয়ে যাচ্ছিলেন। সে সময় কিছু লোক তাকে নিয়ে হাসাহাসিও করত।  তবে কাজটি ভালো লাগত এবং শিক্ষকতার চাকরি নিয়ে সন্তুষ্ট ছিলেন বলেও জানিয়েছেন নীতা। 
 
ভারতের অন্যতম মূল্যবান কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। ফোর্বসের তথ্যমতে, তার সম্পদের পরিমাণ ১১৭ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার। তিনি এশিয়ার শীর্ষ ধনী। আর বিশ্বে ধনীর তালিকায় মুকেশের অবস্থান নবম। 

মুকেশের স্ত্রী নীতা আম্বানি একজন শিক্ষাবিদ, সমাজসেবী ও ব্যবসায়ী হিসেবে পরিচিত। তিনি রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপারসন। সূত্র: হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া ডটকম, ডিএনএ ইন্ডিয়া

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে