বুধবার, ২০ মার্চ, ২০২৪, ০১:৪৯:০০

ব্যাংকের মাত্র একটি ভুলে কোটি কোটি অর্থ হাতিয়ে নিলেন গ্রাহকরা

ব্যাংকের মাত্র একটি ভুলে কোটি কোটি অর্থ হাতিয়ে নিলেন গ্রাহকরা

আন্তর্জাতিক ডেস্ক : একটি বাণিজ্যিক ব্যাংকের কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় অ্যাকাউন্টে থাকা অর্থের চেয়ে ঢের বেশি তুলে নিয়েছেন গ্রাহকরা। এতে ওই ব্যাংকের ক্ষতি হয়েছে কোটি কোটি ডলার।  এমন ঘটনা ঘটেছে আফ্রিকার দেশ ইথিওপিয়ায়। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, কারিগরি ত্রুটির কারণে ইথিওপিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক দ্য কমার্শিয়াল ব্যাংক অব ইথিওপিয়া ৪ কোটি ডলার ক্ষতি হয়েছে। এগুলো এখন উদ্ধারের চেষ্টা করছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইথিওপিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমে এই কারগরি ত্রুটির বিষয়টি বুঝতে পারেন। পরে তারা এই খবর সামাজিক যোগাযোগযোগমাধ্যমে ছড়িয়ে দিলে মানুষজন গিয়ে অর্থ ওঠানো শুরু করেন।
 
দ্য কমার্শিয়াল ব্যাংক অব ইথিওপিয়া জানায়, কারিগরি ত্রুটির সময় প্রায় ৫ লাখ বার লেনদেন হয়। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, এ সময় ব্যাংকটি থেকে ৪ কোটি ২০ লাখ ডলার হাতিয়ে নেওয়া হয়েছে।
 
ইথিওপিয়ান সরকার জানিয়েছে, এটি কোনো সাইবার আক্রমণ ছিল না। কারিগরি ত্রুটির কারণে এ ঘটনা ঘটে। সমস্যাটি সংশোধনের সময় বেশ কয়েক ঘণ্টা ব্যাংকিং কার্যক্রম বন্ধ করে রাখা হয়।
 
বিবিসি জানায়, ইথিওপিয়ার ব্যাংকটির কারিগরি ত্রুটি ধরা পড়ার পর এটিম বুথগুলোতে দীর্ঘ লাইন দেখা যায়। 

ইথিওপিয়ার জিম্মা ইউনিভার্সিটি ইনস্টিটিউট অব টেকনোলজির এক শিক্ষার্থী জানান, এ ঘটনাটি তাঁর বিশ্বাস হচ্ছিল না।  দ্য কমার্শিয়াল ব্যাংক অব ইথিওপিয়া ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয়। এর গ্রাহক সংখ্যা প্রায় ৪ কোটি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে