বুধবার, ২০ মার্চ, ২০২৪, ০৮:১৭:২৯

১২ জনের মৃত্যু, আটকা পড়ে শতাধিক শ্রমিক

১২ জনের মৃত্যু, আটকা পড়ে শতাধিক শ্রমিক

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ পাকিস্তানে একটি কয়লার খনিতে ধস নেমে ১২ জনের মৃত্যু হয়েছে। দেশটির বেলুচিস্তান প্রদেশে এই ঘটনা ঘটেছে বলে বুধবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় খোস্তের খনির অঞ্চলে গ্যাস বিস্ফোরণ কয়লা খনিটি কেঁপে ওঠে। এ ঘটনায় শতাধিক শ্রমিক মাটির ৮০০ ফুট নিচে আটকা পড়ে। মঙ্গলবার দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধার অভিযান শেষ হওয়ার পর মৃতের সংখ্যা ১২-তে পৌঁছেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বেলুচিস্তান প্রদেশের খনির প্রধান পরিদর্শক আব্দুল গনি বালোচ এএফপিকে বলেছেন, ‘১২টি মৃতদেহ উদ্ধারের মাধ্যমে উদ্ধার অভিযান শেষ হয়েছে। রাতে দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, বাকি ১০টি ভোরে উদ্ধার করা হয়েছে।’

বেলুচিস্তানের খনির মহাপরিচালক আবদুল্লাহ শাহওয়ানি বলেছেন, ‘প্রাথমিক প্রতিবেদনে দেখা যাচ্ছে মিথেন গ্যাসের কারণে ঘটনাটি ঘটেছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে