আন্তর্জাতিক ডেস্ক : কতই রঙ্গ দেখি দুনিয়ায়…! এই কথাটা অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণ হচ্ছে প্রতিদিন। কখনও সবজি কাটা, কখনও অন্ত'র্বাস পরেই ভ্রমণ- মেট্রোয় অদ্ভুত অদ্ভুত কর্মকাণ্ড হয়ে চলেছে প্রতিনিয়তই।
সোশ্য়াল মিডিয়ায় হু হু করে ভাইরালও হয় সেই পোস্ট। এবার আরও এক এমন ভিডিও সামনে এল, যা শালীনতার সব মাত্রা ছাড়িয়েছে। কী সেই ভিডিও? দেখা গেল, চলন্ত মেট্রোয় চলছে হোলি খেলা। রঙ মাখাতে গিয়ে কার্যত একে অপরের উপরে শুয়েই পড়ছেন দুই যুবতী।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও ঘিরেই বিতর্ক শুরু হয়েছে। উঠেছে সমালোচনার ঝড়। নেটিজেনদের প্রশ্ন, মেট্রো কি হোলি খেলার জায়গা? আর সেখানেও রিলস বানাতে গিয়ে প্রকাশ্যে অশা'লীন আচরণ করছেন দুই যুবতী। ওই দুই যুবতীর বিরুদ্ধে কড়া পদক্ষেপেরও দাবি করেছেন অনেকে।
দিল্লি মেট্রোয় প্রতিনিয়তই অদ্ভুত ঘটনা ঘটে চলে। সোশ্যাল মিডিয়ায় সেই সব ভিডিও ব্যাপক ভাইরাল হয়। এবার ভাইরাল হল মেট্রোয় হোলি খেলার ভিডিও। ওই ভিডিও দেখা গিয়েছে, দুই যুবতী সাদা চুড়িদার পরে মাটিতে বসে রয়েছেন। জামার উপরেই রাখা আবির। একে অপরকে রঙ মাখাচ্ছেন তাঁরা।
তবে সেই রঙ মাখাতে গিয়ে কখনও তাঁরা একে অপরের ঘনিষ্ঠ হয়ে যাচ্ছেন, কখনও আবার কোলে শুয়ে পড়ছেন। শরীরের বিভিন্ন অঙ্গ স্পর্শ করছেন রঙ মাখানোর অছিলায়। দুই যুবতীর কার্যকলাপ অবাক হয়ে দেখছেন মেট্রোর যাত্রীরা।
ভিডিও ভাইরাল হতেই নেটাগরিকরা সমালোচনার ঝড় তুলেছেন। অশা'লীন এই আচরণের নিন্দা করে তারা ওই দুই যুবতীর বিরুদ্ধে কঠের পদক্ষেপের দাবি জানিয়েছেন দিল্লি মেট্রো কর্পোরেশনের কাছে। মেট্রোয় এই ধরনের কার্যকলাপ বন্ধ করার জন্য কড়া আইনেরও দাবি জানিয়েছেন অনেকে।