সোমবার, ২৫ মার্চ, ২০২৪, ০১:১০:১৪

হঠাৎ করেই ভেঙে পড়েছে ভারতের দীর্ঘতম সড়কসেতু

হঠাৎ করেই ভেঙে পড়েছে ভারতের দীর্ঘতম সড়কসেতু

আন্তর্জাতিক ডেস্ক : হঠাৎ করেই মাথার উপর ভেঙে পড়েছে ভারতের দীর্ঘতম সড়কসেতু। ভারতীয় গণমাধ্যমের খবরে ভারতের বিহার রাজ্যে নির্মাণাধীন এই সেতুকে হাইপ্রোফাইল সেতু বলেও অভিহিত করা হয়েছে।

শনিবার (২৩ মার্চ) এ সেতুর ৫০, ৫১ ও ৫২ নম্বর পিলারের গার্ডার ভেঙে অন্তত একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

বিহার রাজ্যের সুপৌল জেলায় কোশি নদীর উপরে সেতুটি নির্মাণ করা হচ্ছিল। সুপৌল জেলার বকৌর থেকে মধুবনী জেলার ভেজার মধ্যেকার এই সেতুটি হতে যাচ্ছিল ভারতের দীর্ঘতম সড়কসেতু।

ভারতের কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রায় এক হাজার কোটি রুপি মূল্যে ১০ দশমিক ২ কিলোমিটারের সেতুটি নির্মাণ করছে গ্যামন ইন্ডিয়া এবং ট্রান্স রেল লাইটিং লিমিটেড।

প্রাথমিকভাবে ২০২৩ সালেই এর নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড মহামারির জন্য ডেডলাইন পিছিয়ে দেওয়া হয়। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সেতুর কাজ শেষ হয়ে যাবে। যদিও ভেঙে পড়ায় সেই সময় আরও বাড়তে পারে। এর আগে গত বছর জুন মাসে বিহারের ভাগলপুরে আরেকটি সেতু ভেঙে পড়েছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে