আন্তর্জাতিক ডেস্ক : চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি বাজারে নতুন ফোন আনার ঘোষণা দিল। যার মডেল রিয়েলমি ১২এক্স।
এই স্মার্টফোনে ৫জি কানেকশনের সঙ্গে থাকবে ফাস্ট চার্জিং এবং ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। বাজেট স্মার্টফোন বিভাগে রিয়েলমি জমি শক্ত করতে এই ফোন লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছে। দাম থাকতে পারে ১৫ হাজার টাকার মধ্যে।
বাজারে আসার আগে সম্ভাব্য দাম এবং হার্ডওয়্যার ফিচার্স প্রকাশ করেছে সংস্থাটি। ৫০ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে এই মোবাইলে। পাবেন ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং। একগুচ্ছ ফিচার্স দিতে চলেছে রিয়েলমি। দৈনন্দিন ব্যবহারে উপযুক্ত করে তোলার জন্য উন্নত প্রসেসরও যোগ করেছে রিয়েলমি।
বাজেট-ফ্রেন্ডলি দামে এই স্মার্টফোন লঞ্চ হবে বলে দাবি করেছে রিয়েলমি। অনলাইনে ফ্লিপকার্ট থেকে অর্ডার করতে পারবেন। ফ্লিপকার্ট ছাড়াও রিয়েলমির অফিশিয়াল ওয়েবসাইট এবং অফলাইন স্টোরগুলোতে পেয়ে যাবেন এই স্মার্টফোন। ২ এপ্রিল এটির দাম ঘোষণা করবে সংস্থা।
৬.৭২ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং ১২০ হার্জ রিফ্রেস রেট পাওয়া যাবে ফোনে। পিক ব্রাইটনেস থাকবে ৯৫০ নিটস নিটস। প্রসেসর পাবেন মিডিয়াটেক ডায়মেনসিটি ৬১০০ প্লাস চিপসেট। যা ১২ জিবি ব়্যাম এবং ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ সাপোর্ট করবে। তবে ইন্টার্নাল স্টোরেজ কতটা বাড়ানো যাবে এবং ভার্চুয়াল ব়্যামের সুবিধা থাকবে কিনা তা এখনও নিশ্চিত নয়।
রিয়েলমির ফোনে বরাবরই ক্যামেরার প্রতি আকর্ষণ থাকে মানুষের। গ্রাহকেরা যাতে হতাশ না হন তার জন্য ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দিতে চলেছে সংস্থা। তবে সামনে কত মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে তা এখনও জানা যায়নি। চীনে এই স্মার্টফোনের যে ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে তাতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ক্যামেরার পাশাপাশি ব্যাটারিতে বিশেষ মনোযোগ দিতে চলেছে রিয়েলমি। কারণ এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং থাকবে বলে শোনা যাচ্ছে। ০ থেকে ৫০ শতাংশ চার্জ করতে ৩০ মিনিট সময় নেবে এই স্মার্টফোন। কানেক্টিভিটির ক্ষেত্রে ৫জি, ৪জি এবং ইউএসবি টাইপ সি পোর্ট এবং ৩.৫ এমএম জ্যাক থাকবে ফোনে।
স্মার্টফোনে এয়ার গেসচার ফিচার থাকবে বলেও শোনা যাচ্ছে। এটির সুবিধা হল হাত না লাগিয়েও ফোনে নেভিগেশন করতে পারবেন ইউজার। স্মার্টফোনে আর কী কী নতুনত্ব থাকতে চলেছে তা ২ এপ্রিল তারিখে প্রকাশ করবে সংস্থা। বাজেট-ফ্রেন্ডলি দামে রিয়েলমি ১২ এক্স ভালো বিকল্প হতে পারে।