রবিবার, ৩১ মার্চ, ২০২৪, ০২:৪২:২১

মাত্র ৭ হাজার টাকার মধ্যে ৫টি সেরা স্মার্টফোন!

মাত্র ৭ হাজার টাকার মধ্যে ৫টি সেরা স্মার্টফোন!

আন্তর্জাতিক ডেস্ক : যারা ৭ হাজার টাকার বাজেটে নতুন স্মার্টফোন কিনতে চাইছেন তাদের এই পোস্টটি যথেষ্ট সাহায্য করবে। এই পোস্টে উপ্রুক্ত বাজেটের পাঁচটি লেটেস্ট মোবাইল ফোনের লিস্ট করা হয়েছে। 

এই ফোনগুলি ২০২৪ সালে ভারতে লঞ্চ করা হয়েছে এবং এতে স্টাইলিশ লুকের পাশাপাশি বাজেট ফ্রেন্ডলি বেস্ট স্পেসিফিকেশন রয়েছে। এই 7 হাজার টাকার রেঞ্জের ফোনগুলিতে অফারও পাওয়া যাচ্ছে, এই বিষয়ে নিচে বিস্তারিত জানানো হল।

Redmi A3 : এই ফোনটি Olive Green, Lake Blue এবং Midnight Black কালারে পেশ করা হয়েছে। জানিয়ে রাখি এই ফোনটি ফ্লিপকার্ট, Mi.com, Mi হোম স্টোর এবং রিটেইল স্টোরের মাধ্যমে সেল করা হয়।

ডিসপ্লে: এই ফোনে 6.71-ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 1650 x 720 পিক্সেল রেজোলিউশন, 90Hz রিফ্রেশরেট এবং কর্নিং গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশন রয়েছে।

প্রসেসর: এতে 2.2GHz ক্লক স্পীডযুক্ত এবং 12nm প্রসেসে তৈরি মিডিয়াটেক হেলিও G36 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে এবং গ্রাফিক্সের জন্য এই ফোনে IMG PowerVR GE8320 @ 680MHz GPU দেওয়া হয়েছে।

স্টোরেজ: এই ফোনে 3GB / 4GB /6GB LPDDR4X RAM এবং 64GB / 128GB eMMC 5.1 ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এছাড়াও মাইক্রো এসডি কার্ড ব্যাবহার করে ফোনটির স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে এলইডি ফ্ল্যাশ সহ এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8MP প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং একটি সেকেন্ডারি এআই লেন্স যোগ করা হয়েছে। সেলফির জন্য এতে 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 10W চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

LAVA O2 : 7 হাজার টাকা বাজেটের এই ফোনটি Majestic Purple এবং Imperial Green কালার অপশনে কোম্পানির ওয়েবসাইট এবং শপিং সাইট আমাজনের মাধ্যমে সেল করা হয়।

ডিসপ্লে: Lava O2 ফোনে 6.5 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট, 720 x 1600 পিক্সেল রেজোলিউশন এবং 269 PPI পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। এই ডিসপ্লের ওপরের দিকে মাঝখানে সেলফি ক্যামেরা সহ পাঞ্চ হোল কাটআউট রয়েছে।

প্রসেসর: কোম্পানি তাদের Lava O2 ফোনে এন্ট্রি লেভেল ইউনিসক টি616 চিপসেট যোগ করেছে। জানিয়ে রাখি এই চিপসেটের আনটুটু স্কোর 280K।

স্টোরেজ: এই ফোনটিতে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনটি 8GB expandable RAM সাপোর্ট করে, যার ফলে এই ফোনে মোট 16GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যায়।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল AI ক্যামেরা যোগ করা হয়েছে। একইভাবে সেলফির জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Lava O2 ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি রয়েছে।

POCO C61 : Ethereal Blue, Diamond Dust Black এবং Mystical Green কালারে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই লো বাজেট পোকো ফোনটি সেল করা হয়।

ডিসপ্লে: এই ফোনে 6.71 ইঞ্চির IPS LCD HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 1650 x 720 পিক্সেল রেজোলিউশন, 90Hz রিফ্রেশ রেট, 180Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 500 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে স্ক্রিনের সুরক্ষার জন্য গোরিলা গ্লাস 3 রয়েছে।

প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে 2.2GHz ক্লক স্পীডযুক্ত এন্ট্রি লেভেল হেলিও জি36 অক্টাকর প্রসেসর দেওয়া হয়েছে।

স্টোরেজ: এই ফোনটি 4GB RAM + 64GB স্টোরেজ এবং 6GB RAM + 128GB মেমরি মডেলে পেশ করা হয়েছে। এর সঙ্গেই স্টোরেজ বাড়ানোর জন্য এতে মাইক্রো এসডি কার্ড স্লট দেওয়া হয়েছে। এর মাধ্যমে এই ফোনের মেমরি 1TB পর্যন্ত বাড়ানো যায়।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে AI ফিচারযুক্ত ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 8 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে USB-C পোর্ট এবং 10W চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানি এটি উইকেন্ড ব্যাটারি নামে পেশ করেছে, অর্থাৎ এতে দীর্ঘ সময় পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে।

Moto G04 : এই সস্তা ফোনটি Concord black, Sea green, Satin Blue এবং Sunrise orange কালারে সেল করা হয়।

ডিসপ্লে: Moto G04 ফোনে ফোনে 6.6 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন IPS LCD প্যানেল দিয়ে তৈরি এবং 90Hz রিফ্রেশরেটে কাজ করে। এই স্ক্রিনের পিক্সেল ডেনসিটি 269 পিপিআই।

প্রসেসর: এই ফোনে কোম্পানি 1.6 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত এন্ট্রি লেভেল Unisoc T606 অক্টাকোর প্রসেসর যোগ করেছে। এর সঙ্গে গ্রাফিক্সের জন্য এতে Mali-G57 MP1 GPU রয়েছে।

স্টোরেজ: বাজারে এই ফোনের 4GB RAM + 64GB মেমরি এবং 8GB RAM + 128GB স্টোরেজ মডেল পেশ করা হয়েছে। এর সঙ্গে এতে RAM boost ফিচার রয়েছে। এর মাধ্যমে ফোনটির 4GB RAM মডেলে অতিরিক্ত 4GB RAM এবং 8GB RAM মডেলে এক্সট্রা 8GB RAM যোগ করা যায়।

ক্যামেরা: Moto G04 ফোনে ফটোগ্রাফির জন্য এলইডি ফ্ল্যাশ সহ এবং f/2.2 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেল সিঙ্গেল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। একইভাবে সেলফির জন্য এতে f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 10 ওয়াট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি একবার ফুল চার্জ করলে 40 ঘন্টারও বেশি ব্যাকআপ দিতে সক্ষম।

Redmi 13C : কম দামের Redmi 13C ফোনটি mi.com, আমাজন এবং শাওমি ও অন্যান্য রিটেইল স্টোরের মাধ্যমে Stardust Black, Starfrost White এবং Starshine Green কালারে সেল করা হয়।

ডিসপ্লে: Redmi 13C 4G ফোনে 6.74 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 90Hz রিফ্রেশরেটে কাজ করে।

প্রসেসর: কোম্পানির পক্ষ থেকে এই ফোনে মিডিয়াটেক হেলিও জি85 প্রসেসর যোগ করা হয়েছে।

স্টোরেজ: বাজারে এই ফোনটি তিনটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। ফোনের টপ মডেলে 8GB RAM + 256GB স্টোরেজ যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে RAM plus ফিচার এবং স্টোরেজ বাড়ানোর জন্য মাইক্রোএসডি কার্ড স্লট রয়েছে, যার সাহায্যে ফোনের মেমরি 1TB পর্যন্ত বাড়ানো যায়।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Redmi 13C ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ দুটি ক্যামেরা লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে