বৃহস্পতিবার, ০৪ এপ্রিল, ২০২৪, ১১:১৯:২৬

দামও হাতের নাগালে, হিরোর ২০২৪ মডেলের বাইক

দামও হাতের নাগালে, হিরোর ২০২৪ মডেলের বাইক

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হিরো মটো কর্প সম্প্রতি বেশ কিছু মডেলের মোটরসাইকেল এনেছে। এগুলো ২০২৪ মডেলের বাইক। যার দামও হাতের নাগালে। এর মধ্যে যেমন স্কুটার আছে তেমনি কমিউটার এবং হায়ার সিসিরও আছে।

হিরো এক্সট্রিম ১২৫ আর
এটি ১২৫ সিসি স্পোর্টি মোটরসাইকেল। কোম্পানির দাবি অনুযায়ী, ৬৬ কিমি প্রতি লিটার মাইলেজ রয়েছে। এতে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি এবং অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমের মতো ফিচার্স রয়েছে। বাইকটি তরুণ রাইডারদের জন্য বিশেষ ভাবে ডিজাইন করেছে হিরো।

হিরো ম্যাভরিক ৪৪০
উচ্চ সিসির বাইক পছন্দ? বাজারে হাজির হয়েছে ম্যাভরিক। দাম শুরু হয়েছে ভারতে ২ লাখ রুপি থেকে। এটি এই তালিকায় সবথেকে দামি ও হিরো মটোকর্পের সবথেকে প্রিমিয়াম মোটরসাইকেল। যেখানে ৪৪০ সিসি ইঞ্জিনের সঙ্গে ডুয়াল চ্যানেল এবিএস এবং ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল পেয়ে যাবেন। বাইকে রয়েছে ই-সিম কানেক্টিভিটিও। ৩০ কিমি প্রতি লিটার মাইলেজ দেয় এই বাইক।

হিরো এক্সপাল্স ২০০ ফোরভি
হিরো এক্সপাল্স ২০০ ফোরভি একটি বাজেট-ফ্রেন্ডলি অফ রোড মোটরসাইকেল। যার অন রাইড প্রাইস শুরু ভারতে ১ লাখ ৬৯ হাজার রুপি। এতে রয়েছে ১৯৯ সিসি ইঞ্জিন। যা সর্বোচ্চ ১৭.৩৫ এনএম টর্ক তৈরি করতে পারে। বাইকে রয়েছে ফুল এলইডি লাইটিং, ব্লুটুথ-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল এবং সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম।

হিরো এক্সট্রিম ১৬০আর
হিরো এক্সট্রিম ১৬০আর বাইকের দাম ভারতে দেড় লাখ রুপির মধ্যে। এটিও দুর্দান্ত একটি স্টাইলিশ মোটরসাইকেল। যা গত বছর লঞ্চ করেছে হিরো। এতে পাবেন ১৬৩ সিসি ইঞ্জিন যা সর্বোচ্চ ১৫ হর্সপাওয়ার ও ১৪ এনএম টর্ক তৈরি করে। ৫০ কিমি প্রতি লিটার মাইলেজ দিয়ে থাকে এই বাইক। ফিচার্স রয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, এলইডি লাইটিং, ইউএসবি চার্জিং পোর্ট এবং সিঙ্গেল চ্যানেল এবিএস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে