শনিবার, ০৬ এপ্রিল, ২০২৪, ০১:১৯:৫২

বাজাজের পালসার ভক্তদের জন্য সুখবর

বাজাজের পালসার ভক্তদের জন্য সুখবর

আন্তর্জাতিক ডেস্ক : বাজাজের পালসার ভক্তদের জন্য সুখবর। শিগগিরই বাজারে আসছে ২৫০ সিসির নতুন পালসার। এটা হবে এন সিরিজে। যার মডেল পালসার এন২৫০। চলতি মাসেই বাজারে আসবে এই বাইক।

নতুন পালসার বাইকে পাওয়া যাবে ট্র্যাকশন কন্ট্রোল, ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার্স। বাড়তি সুরক্ষার জন্য এবিএস মোডও দিতে চলেছে বাজাজ। ২৫০ সিসি ইঞ্জিনের এই বাইক নিয়ে ইতিমধ্যে জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে সংস্থা। কেমন ব্রেক হর্সপাওয়ার ও কী ফিচার্স থাকতে চলেছে জেনে নিন।

১০ এপ্রিল ভারতে লঞ্চ হবে নতুন বাজাজ পালসার এন২৫০। বাজাজের এটি দুরন্ত বাইক হতে চলেছে। যেখানে গুচ্ছের ফিচার্সের সঙ্গে পাবেন ফাটাফাটি ইঞ্জিন। মোটরসাইকেলে অন্যতম চমক হিসাবে পাবেন ট্র্যাকশন কন্ট্রোল বৈশিষ্ট্য, যা আজকাল চাহিদায় রয়েছে। এখানেই শেষ নয়, তিন লেভেলের ডুয়াল চ্যানেল এবিএস পাওয়া যাবে বাইকে। যা রাইডারের সুরক্ষা নিশ্চিত করবে।

কিছুদিন আগেই বাজাজ পালসার সিরিজের সমস্ত বাইকের আপডেটেড ভার্সন লঞ্চ করেছে সংস্থা। প্রত্যেকটি বাইকে যোগ হয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং ব্লুটুথ কানেক্টিভিটি। নতুন পালসার এন২৫০ মডেলেও যে সেই ফিচার থাকবে তা অনেকটাই প্রত্যাশিত। তবে ফিচারের থেকেও বেশি পারফরম্যান্সে মনোযোগ সংস্থা।

২৫০ সিসি অয়েল কুল্ড ইঞ্জিন থাকবে বাইকে। যা সর্বোচ্চ ২৪.১ হর্সপাওয়ার এবং ২১.৫ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। সঙ্গে ৫ স্পিড গিয়ারবক্স। বাইকে হার্ডওয়্যার থাকছে সামনে আপসাইড ডাউন ফর্ক এবং পেছনে মনোশক সাসপেনশন। দুই চাকাতেই মিলবে ডিস্ক ব্রেক সঙ্গে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম।

বাইকে যে ফিচারের চমক থাকবে তা হল তিন লেভেল এবিএস মোড। পরিস্থিতি অনুযায়ী, এবিএস মোড সিলেক্ট করা যাবে। বাড়তি সুরক্ষার জন্য পাবেন ট্র্যাকশন কন্ট্রোল বৈশিষ্ট্য। এই দুই ফিচার পিচ্ছিল রাস্তায় বা পাথুরে জমিতে বাইকটি নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। বাজাজ পালসার এন২৫০-এর চাকা আগের থেকে বড় হতে পারে বলেও শোনা যাচ্ছে।

এতে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল সঙ্গে ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার থাকবে বলে শোনা যাচ্ছে। বাইকে নেভিগেশন, কল/এসএমএস সাপোর্ট ইত্যাদি সুবিধা থাকবে। ডিজিটাল ওডোমিটার, টেকোমিটার, ট্রিপমিটার পাওয়া যাবে। বাইকজুড়ে মিলবে এলইডি লাইটিং।

বাজাজ পালসার এন২৫০-এর দাম সম্পর্কে এখনও নিশ্চিত তথ্য পাওয়া না গেলেও, একাধিক রিপোর্টে বাইকের সম্ভাব্য দাম জানানো হয়েছে। বাজারে বর্তমানে যে পালসার এন২৫০ বিক্রি হয় তার এক্স শোরুম দাম ভারতে ১ লাখ ৫০ হাজার রুপি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে