শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৬, ০২:৫২:৩৫

উত্তর কোরিয়ার সেনাপ্রধানের ফাঁসি নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়ার সেনাপ্রধানের ফাঁসি নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার সেনাপ্রধানের ফাঁসি নিয়ে মুখ খুলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। কমিউনিস্ট শাসিত দেশটির লৌহমানব কিম জং উনের আদালত সে দেশের সেনাপ্রধানের ফাঁসির রায় দেয়। এরপর দ্রুততার সাথে সে রায় কার্যকর করা হয় বলে সর্বপ্রথম জিনিয়েছিল দক্ষিণ কোরিয়া। এর পরই চাঞ্চল্যকর ফাঁসি নিয়ে আমেরিকার কাছ থেকে বক্তব্য আসল।

সেনাপ্রধান জেনারেল রি ইয়ং গিলের ফাঁসি কার্যকরের খবর নিশ্চিত করে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।

বৃহস্পতিবার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র মার্ক টোনার বলেন, উত্তর কোরিয়ার দুর্ভাগ্য যে, তারা এমন একজন নেতা পেয়েছে যিনি নির্দিষ্ট সময়ান্তে তার মন্ত্রীপরিষদ বা প্রশাসনের ওপর খড়গহস্ত চালাতে দ্বিধা বোধ করেন না।

বুধবার দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, রাজনৈতিক দল গঠন চেষ্টা ও দুর্নীতির অভিযোগে উত্তর কোরিয়ার সেনাপ্রধান জেনারেল রি ইয়ং গিলের মৃত্যুদণ্ড এই মাসের প্রথম দিকে কার্যকর করা হয়েছে।

টোনার বলেন, আপনারা যা বলেছেন আমরা তা খতিয়ে দেখেছি। তাই উত্তর কোরিয়ার সেনা প্রধানকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে এ ব্যাপারে সন্দেহ করার কোনো কারণ খুঁজে পাওয়া যায় নি।

২০১৩ সালের অাগস্টে কিম জং উন যখন ক্ষমতায় আসেন, তখন থেকেই সেনাপ্রধান ছিলেন রি ইয়ং গিল। কিমের খুব কাছের মানুষ হিসেবেই পরিচিত ছিলেন রি। তবে শুধু রি ইয়ংই নন, তার মতাদর্শের বিরোধীতাকারী সরকারের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তাকেও সরিয়েছেন কিম।

এছাড়া তরুণ স্বৈরাচারী শাসক কিম জং উন ২০১৪ সালে সরকার বিরোধী কার্যকলাপের অভিযোগে ক্ষুধার্ত কুকুরের পালের খাঁচায় ঢুকিয়ে দেন নিজের কাকাকে।

১২ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে