সোমবার, ০৮ এপ্রিল, ২০২৪, ০৬:৩২:২৪

সবার আগে ঈদের তারিখ জানাল অস্ট্রেলিয়া

সবার আগে ঈদের তারিখ জানাল অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের প্রথম দেশ হিসেবে চলতি বছরের ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। স্থানীয় সময় সোমবার দেশটি আনুষ্ঠানিক ঘোষণায় জানিয়েছে, ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে বুধবার।

স্থানীয় ও বিশ্বব্যাপী পর্যবেক্ষণের পর অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল নিশ্চিত করেছে যে, সিডনি এবং পার্থে নির্দিষ্ট সময়ে ৯ এপ্রিল, ২০২৪ মঙ্গলবার নতুন চাঁদের জন্ম হবে। ফলে এই দিনই হবে রমজানের শেষ দিন। এবং বুধবার শাওয়াল মাস শুরু হবে এবং ঈদুল ফিতর উদযাপিত হবে। খবর খালিজ টাইমসের

ফতোয়া কাউন্সিল বলেছে যে, ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করা হয় সূর্যাস্তের আগে চাঁদের গণনাকৃত জন্ম, সূর্যাস্তের পর চাঁদের সময়কাল এবং চাঁদ দেখার সম্ভাবনার উপর ভিত্তি করে।

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিল এবং অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল সঠিক পদ্ধতিতে বিশ্লেষণ ও সাধারণ মূল্যবোধকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে