মঙ্গলবার, ০৯ এপ্রিল, ২০২৪, ০৬:০২:১৫

আরব আমিরাতে সকাল ১০টা ১৫ মিনিটে দেখা গেছে ঈদের চাঁদ

আরব আমিরাতে সকাল ১০টা ১৫ মিনিটে দেখা গেছে ঈদের চাঁদ

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গতকাল সোমবার ঈদের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে এদিন চাঁদ দেখা না যাওয়ায় ওই অঞ্চলে আগামীকাল বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হবে।

সোমবার সন্ধ্যায় ঈদুল ফিতর তথা শাওয়াল মাসের চাঁদ দেখা না গেলেও সংযুক্ত আরব আমিরাতে আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে চাঁদটি দেখা গেছে।

ঈদের চাঁদের ছবিটি প্রকাশ করেছে অ্যাস্ট্রোনোমি সেন্টার। অস্পষ্ট এ চাঁদটি আমিরাতের আকাশে সকাল বেলাই উঁকি দেয়।

চাঁদের ছবিটি তোলা হয়েছে আল-খাত জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণাগার থেকে। পর্যবেক্ষণাগার থেকে চাঁদের ছবিটি এমন সময় তোলা হয় যখন মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে এটি খালি চোখে দেখা যাচ্ছিল না।

এদিকে ঈদ উৎসবের সময় আমিরাতে আবহাওয়া মেঘাচ্ছন্ন থাকবে বলে ধারণা করা হচ্ছে। আমিরাতের সাধারণ মানুষ ঈদে টানা ৯দিনের ছুটি পেয়েছেন। ছুটি বেশি পাওয়ায় দেশটিতে ঈদ উৎসবের মাত্রাও বৃদ্ধি পেয়েছে।

আমিরাতের মতো সৌদি আরবেও গতকাল ঈদুল ফিতরের চাঁদ দেখা যায়নি। এরপর দেশটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় বুধবার উদযাপিত হবে মহাখুশির ঈদ।

ঈদ উপলক্ষ্যে বিশ্বের সব মুসল্লি নতুন কাপড় কেনাসহ অন্যান্য আয়োজন সম্পন্ন করছেন।

আজ সন্ধ্যায় বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি শাওয়াল চাঁদ দেখার জন্য বসবে। যদি সন্ধ্যায় চাঁদ দেখা যায় তাহলে কাল বাংলাদেশে সৌদির সঙ্গে একইদিনে ঈদ হবে। আর নয়ত সৌদির মতো বাংলাদেশের মানুষও ৩০টি রোজা রাখবেন। সূত্র: খালিজ টাইমস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে