বুধবার, ১০ এপ্রিল, ২০২৪, ০২:২৭:০৯

বিশ্বসেরা স্মার্টফোনের তালিকায় যার নাম!

বিশ্বসেরা স্মার্টফোনের তালিকায় যার নাম!

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে স্মার্টফোন শিপমেন্টে সেরা ১০ ব্র্যান্ডের মধ্যে জায়গা করে নিয়েছে ইনফিনিক্স। ব্র্যান্ড হিসেবে এমন অর্জনকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করছে ব্র্যান্ডটি।

আইডিসির ত্রৈমাসিকের ‘ওয়ার্ল্ডওয়াইড কোয়ার্টারলি মোবাইল ফোন ট্র্যাকার’ সবশেষ প্রতিবেদন তথ্যটি প্রকাশ পেয়েছে। বৈশ্বিক স্মার্টফোন ব্র্যান্ডের মধ্যে ইনফিনিক্স, স্মার্টফোন ইউনিটের সংখ্যার ক্ষেত্রে সর্বোচ্চ বার্ষিক প্রবৃদ্ধি অর্জন করেছে।

আইডিসির প্রতিবেদনে জানা গেছে, সারাবিশ্বে প্রায় ৪২ লাখ ইউনিট স্মার্টফোন পৌঁছে দিয়েছে ইনফিনিক্স; যা গত বছরের একই ত্রৈমাসিকের তুলনায় প্রায় ৭৪ শতাংশ বেশি। বিশ্বজুড়ে প্রবৃদ্ধির পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ইনফিনিক্স ফোনের অত্যাধুনিক প্রযুক্তি এবং সাশ্রয়ী মূল্য।

২০২৩ সালে সিরিজ ঘরানার বেশ কিছু স্মার্টফোন উপহার দিয়েছে ব্র্যান্ডটি। তরুণদের বৈচিত্র্যময় চাহিদা পূরণের লক্ষ্যে ডিজাইন করা হয়েছে ইনফিনিক্স ব্র্যান্ডের প্রতিটি স্মার্টফোন। যার মধ্যে নোট-১২ প্রো, হট-৩০, নোট-৩০ প্রো, স্মার্ট-৮, ইনফিনিক্স জিটি-১০ প্রো, জিরো ৩০ মডেল সর্বাধিক আলোচিত।

ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশন (আইডিসি) একটি বৈশ্বিক সংস্থা। বিশ্বজুড়ে মার্কেট ইন্টেলিজেন্স, অ্যাডভাইজরি সার্ভিস, তথ্যপ্রযুক্তিবিষয়ক অনুষ্ঠান, টেলিকমিউনিকেশন ও কনজিউমার টেকনোলজি মার্কেট নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি। নির্ভুলভাবে ও বিশ্বাসযোগ্যতার সঙ্গে সারাবিশ্বের মোবাইল ফোন বাজারের পারফরম্যান্স, ট্রেন্ড ও বিক্রেতার অবস্থান সম্পর্কে গভীর বিশ্লেষণ ও সম্ভাবনা প্রদানে আইডিসির ‘ওয়ার্ল্ডওয়াইড কোয়ার্টারলি মোবাইল ফোন ট্র্যাকার’ স্বীকৃত ও সুপরিচিত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে