বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪, ১০:৩৩:২৫

এখন মুসলিমরাই ভুলভাল তত্ত্বে পাত্তা দেন না: মোদি

এখন মুসলিমরাই ভুলভাল তত্ত্বে পাত্তা দেন না: মোদি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতবাসীদের জিনেই গণতন্ত্র আছে, এমনই দাবি করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুসলমানদের উপর বৈষম্যের যাবতীয় অভিযোগ উড়িয়ে দেন তিনি। মোদির দাবি, এখন মুসলিমসহ সংখ্যালঘুরাই ভুলভাল তত্ত্বে পাত্তা দেন না।

আমেরিকার ম্যাগাজিন নিউজ উইকে একটি সাক্ষাৎকারে মোদী বলেন, 'কোনও ধর্মেরই সংখ্যালঘু ধর্মের মানুষেরা এখন আর এইসব তত্ত্বে পাত্তা দেন না। সে মুসলিম হোক বা খ্রিস্টান হোক বা বৌদ্ধ হোক বা শিখ হোক বা পার্সিদের মতো আরও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হোক না কেন, (কেউই ওই তত্ত্বে বিশ্বাস করেন না)। তাঁরা শান্তিপূর্ণভাবেই ভারতে বসবাস করছেন এবং উন্নতি লাভ করছেন।'

মোদী দাবি করেন, তার সরকারের আমলেই ভারতের ইতিহাসে এই প্রথমবার ধর্ম নির্বিশেষে দেশের প্রতিটি কোণার মানুষের কাছে যাবতীয় সরকারি প্রকল্প পৌঁছে যাচ্ছে। সেটার জন্য বিশেষ দৃষ্টিভঙ্গি বজায় রেখে কাজ করে চলেছে তার সরকার। এখন কোনও সরকারি প্রকল্প কোনও নির্দিষ্ট সম্প্রদায় বা ধর্ম বা এলাকার মধ্যে সীমাবদ্ধ নেই। যে যে প্রকল্পে চালু করা হয়েছে, তা দেশের সর্বত্র ছড়িয়ে দেওয়া হয়েছে।

ভারতে গণতান্ত্রিক পরিবেশ ক্রমশ সংকুচিত হচ্ছে বলে যে অভিযোগ উঠেছে, সেটার প্রেক্ষিতে মোদী পালটা দাবি করেন, ভারত এবং পশ্চিমী দুনিয়ায় কিছু লোক আছেন, যাদের সঙ্গে ভারতের মানুষের যোগসূত্র ছিন্ন হয়ে গিয়েছে। 

মোদীর দাবি, ভারতের মানুষের মনস্তত্ব, তাদের ভাবনাচিন্তা, তাদের আশা-আকাঙ্খা, তাদের অনুভূতির বিষয়ে ওইসব লোকজনের কোনও ধারণা নেই। ওইসব লোকজন নিজেদের জগতেই থাকেন। তারা নিজেরা যেটা ভাবেন, সেটা সকলে ভাবছেন বলে মনে করেন তারা। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে