মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ০৭:৫৩:১২

ভয়াবহ আগুন ঐতিহাসিক স্টক এক্সচেঞ্জ ভবনে

ভয়াবহ আগুন ঐতিহাসিক স্টক এক্সচেঞ্জ ভবনে

আন্তর্জাতিক ডেস্ক : ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে সতেরো শতকে নির্মিত ঐতিহাসিক স্টক এক্সচেঞ্জ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের লেলিহান শিখায় ভেঙে পড়েছে প্রসিদ্ধ এই ভবনের চূড়া। মঙ্গলবার স্থানীয় সময় সকালের দিকে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটেছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের তথ্য পাওয়া যায়নি।

প্যারিসে অবস্থিত মধ্যযুগীয় স্থাপত্য নটর ডেম ক্যাথেড্রালে ২০১৯ সালের অগ্নিকাণ্ডের দুঃসহ স্মৃতিকে ফিরিয়ে এনেছে কোপেনহেগেনে সতেরো শতকে নির্মিত ঐতিহাসিক স্টক এক্সচেঞ্জ ভবনের আগুনের এই ঘটনা।

অগ্নিকাণ্ডের ভিডিওতে দেখা যায়, কোপেনহেগেনের জরুরি পরিষেবা সংস্থার সদস্যরা, ডেনিশ চেম্বার অব কমার্সের কর্মীদের পাশাপাশি এর সিইও ব্রায়ান মিক্কেলসেনসহ পথচারীরাও দাবানল থেকে ঐতিহাসিক নিদর্শনগুলো রক্ষায় ভবনটি থেকে দৌড়ে বড় বড় পেইন্টিংগুলো বের করে নিয়ে আসছেন।

কোপেনহেগেন অগ্নিনির্বাপণ বিভাগের প্রধান জ্যাকব ভেদস্টেড অ্যান্ডারসেন সাংবাদিকদের বলেছেন, ‘‘আমরা সাধ্য অনুযায়ী সবকিছু রক্ষা করার চেষ্টা করেছি।’’

ডেনমার্কের জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ স্টক এক্সচেঞ্জ ভবনে থাকা সাংস্কৃতিক নিদর্শন ও অন্যান্য চিত্রকর্ম সরিয়ে নিতে সহায়তা করার জন্য ২৫ জন কর্মীকে দুর্ঘটনাস্থলে পাঠিয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে জানিয়েছে।

কোপেনহেগেনের ঐতিহাসিক এই ভবনের চূড়া চারটি ড্রাগনের লেজের আকৃতিতে নির্মিত। আগুনের সূত্রপাতের সময় ভবনটির সংস্কার কাজ চলছিল। ওই সময় প্ল্যাস্টিকের আবরণে ঢাকা ছিল ভবনটি।

ভেদস্টেড সাংবাদিকদের বলেছেন, ছাদের কিছু অংশ ধসে পড়েছে এবং ভবনের বেশ কয়েকটি তলায় আগুন ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, ‘‘পুরোনো ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা সবসময় দুঃখজনক।’’

তিনি বলেন, প্রায় ১২০ জন কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। এরই মধ্যে ভবনে লাগা আগুনের ৪০ শতাংশ নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন পুরোপুরি নিভিয়ে ফেলতে কমপক্ষে ২৪ ঘণ্টা সময় লাগবে বলে জানিয়েছেন তিনি।

কোপেনহেগেনের পুলিশ বলছে, স্টক এক্সচেঞ্জ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের তথ্য পাওয়া যায়নি।

ডেনমার্কের প্রতিরক্ষামন্ত্রী ট্রোয়েলস লুন্ড পৌলসেন এক্সে লিখেছেন, বোর্সের ভয়ঙ্কর চিত্র আসছে। এটা অত্যন্ত দুঃখজনক। স্টক এক্সচেঞ্জ একটি আইকনিক ভবন; যা আমাদের সবার জন্য অনেক অর্থ বহন করে...। সূত্র: রয়টার্স, বিবিসি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে