বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ০৩:৫০:০২

স্মার্টফোনের বাজারে সবাইকে হটিয়ে এবার শীর্ষস্থানে যেটি

স্মার্টফোনের বাজারে সবাইকে হটিয়ে এবার শীর্ষস্থানে যেটি

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিযোগিতায় android নির্মাতাদের থেকে পিছিয়ে গেল অ্যাপল। আবার স্মার্টফোনের বাজারে অ্যাপলকে হটিয়ে স্যামসাং তার শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। samsung নিজের করে নিয়েছে তার শীর্ষস্থানের মুকুট। রোববার গবেষণা সংস্থা আইডিসি জানিয়েছে যে, চলতি বছরের প্রথম তিন মাসে বাজারে স্মার্টফোন বিক্রি বেড়েছে ৭.৮%। স্মার্টফোনে আধিপত্য বজায় রাখার মিশনে ২০.৮ শতাংশ নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে স্যামসাং।

ওই সময় দক্ষিণ কোরিয়াতে কোম্পানিটি ৬০ মিলিয়নের বেশি সেলফোন বিক্রি করেছে। অন্যদিকে অ্যাপলের স্মার্টফোন বিক্রি করেছে প্রায় ১০ শতাংশ। বাজারে ১৭.৩ শতাংশ দখলে রয়েছে অ্যাপলের হাতে। কোম্পানিটির অবস্থান এখন দ্বিতীয় স্থানে।

এ সময় অ্যাপল প্রায় ৫০ মিলিয়নের বেশি আইফোন বিক্রি করতে সক্ষম হয়েছে। যা গত বছরের একই সময়ে ছিল ৫৫ মিলিয়নের মতো। এর আগে প্রায় একটানা ১২ বছর এ সময়টাতে অ্যাপল তার শীর্ষস্থানের মুকুট ধরে রাখতে সক্ষম হয়েছিল।

কেননা বছরের প্রথম তিন মাসে samsung কখনো অ্যাপেলকে হটিয়ে তার শীর্ষস্থানে পৌঁছে যেতে পারেনি। শেষ ১২ বছরের চিত্র এরকমই ছিল। তবে এবার 12 বছর পর samsung তার শীর্ষস্থানের জায়গা ফিরে পেল। ২০২৩ সালের শেষ তিন মাসে চীনের স্মার্টফোনের বাজারে অ্যাপেলের বিক্রি 2.1 শতাংশ কমে যায়।

চীনের স্মার্টফোন নির্মাতা শাওমি রয়েছে তৃতীয় স্থানে। জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত বাজারের ১৪.১ শতাংশ ছিলো কোম্পানিটির হাতে। তাছার স্মার্টফোনের বাজারে শক্ত অবস্থান ধরে রাখার চেষ্টা করছে হুয়াওয়ে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে