রবিবার, ২১ এপ্রিল, ২০২৪, ০৩:৩৬:২৫

এবার টানা ৪দিন ভারী বৃষ্টির পূর্বাভাস

এবার টানা ৪দিন ভারী বৃষ্টির পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে মঙ্গলবার পর্যন্ত টানা চারদিন ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। এছাড়া এসময়ে শিলাবৃষ্টিও হতে পারে। খবর গালফ নিউজের।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, মক্কা এবং আশপাশের অঞ্চল তাঈফ, মায়সান, আদহাম, রানিয়াহ এবং আল মুয়াহতে আবহাওয়া সবচেয়ে খারাপ থাকবে। অন্যদিকে রিয়াদ, ওয়াদি আল দাওয়াসিরে মাঝারি বৃষ্টিপাত হবে।

সম্ভাব্য ধূলিঝড়ের সতর্কতা দিয়ে দেশটির আবহাওয়া দপ্তর বলেছে, উচ্চগতিসম্পন্ন বাতাসের কারণে কোথাও কোথাও ধূলিঝড় হতে পারে। এতে আবহাওয়ার পরিস্থিতি আরও খারাপ হবে। এই সময়টায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া আছে। বৃষ্টির সময় উপত্যকা এবং জলাবদ্ধ এলাকা থেকে দূরে থাকার অনুরোধ জানিয়েছে আবহাওয়া দপ্তর।

সংযুক্ত আরব আমিরাতে গত সপ্তাহে ভারী বৃষ্টিপাত হয়। এতে দুবাইসহ আমিরাতের বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দেয়। বৃষ্টির পানিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় অনেকে গাড়িতে আটকা পড়ে যান। আমিরাতে গাড়িতে আটকে পড়ে কয়েকজনের মৃত্যুও হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে