সোমবার, ২২ এপ্রিল, ২০২৪, ০৩:০৩:৩১

এবার মধ্যপ্রাচ্যের যে দেশে ভিসা নিয়ে বড় সুখবর, বহু প্রবাসীর কপাল খুলছে

এবার মধ্যপ্রাচ্যের যে দেশে ভিসা নিয়ে বড় সুখবর, বহু প্রবাসীর কপাল খুলছে

আন্তর্জাতিক ডেস্ক : প্রবাসীদের ভিসা প্রাপ্তি নিয়ে বড় সুখবর দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। সম্প্রতি দেশটির বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ মন্ত্রণালয়ের বার্ষিক সংবাদ সম্মেলনে প্রবাসীদের দীর্ঘমেয়াদি আবাসন ভিসা বিতরণ নিয়ে বিশেষ পরিসংখ্যান তুলে ধরা হয়।

এতে বলা হয়, ২০২৩ সালের শেষ পর্যন্ত বিশ্বের ৬০ টি দেশের ৩ হাজার ৪৩৩ জন প্রবাসীকে ওমানে দীর্ঘমেয়াদে বসবাসের জন্য লং টার্ম রেসিডেন্ত ভিসা দেওয়া হয়েছে।

এছাড়া বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে রেজিস্ট্রেশনের জন্য প্রবাসীদের উপর আরোপিত অতিরিক্ত ফি-ও কমানো হয়েছে। এখন থেকে বিনিয়োগের ক্ষেত্রে একজন প্রবাসী অন্য একজন সাধারণ ওমানির ন্যায় সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।

পাশাপাশি প্রবাসীদের ব্যবসায়িক প্রজেক্ট আরম্ভের ক্ষেত্রে তাদের আকর্ষণীয় প্রণোদনার সুবিধাও ঘোষণা করেছে ওমান সরকার। মূলত অর্থনীতিকে শক্তিশালী করতে বিদেশি বিনিয়োগ আনার একটি অনানুষ্ঠানিক প্রতিযোগিতা চালাতে চাইছে ওমান।

তারই অংশ হিসেবে নতুন এই সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হতে যাচ্ছে। এছাড়া সম্প্রতিকালে এ ধরণের ভিসা দেয়ার হার অনেক বাড়িয়েছে দেশটির কর্তৃপক্ষ।

যদিও ভিসা নিষেধাজ্ঞার কারণে নতুন করে কোনো বাংলাদেশি এই সুবিধা ভোগ করতে পারবেন না। কারণ ভিসার অপব্যবহারের কারণে গত ৩১ অক্টোবর বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরণের ভিসা সুবিধা বন্ধ করে ওমান।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো -বিএমইটি সূত্র বলছে, কবে নাগাদ এই ভিসা চালু হতে পারে, তা একেবারেই অনিশ্চিত। এছাড়া ভিসা চালুর জন্য গত ডিসেম্বরে সরকারের পক্ষ থেকে ওমানে একটি খসড়া সমাঝোতা স্মারক পাঠানো হয়। তবে এ ব্যাপারে ওমান সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে