মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১১:৩৬:২৭

এবার অস্ট্রেলিয়ায় যাওয়ার সুযোগ, আছে বৃত্তির সুবিধা

এবার অস্ট্রেলিয়ায় যাওয়ার সুযোগ, আছে বৃত্তির সুবিধা

আন্তর্জাতিক ডেস্ক : উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় গন্তব্য অস্ট্রেলিয়া। সেখানে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বৃত্তির সুবিধা, বিশ্বমানের শিক্ষাব্যবস্থা, সংস্কৃতির পরিবেশ এবং অধ্যয়ন পরবর্তী সময়ে কাজের সুযোগ শিক্ষার্থীদের আকৃষ্ট করেছে।

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষায় সুযোগের বিষয় তুলে ধরতে আগামী ২৯ এপ্রিল পিএফইসি গ্লোবালের ধানমন্ডি অফিসে অনুষ্ঠিত হচ্ছে অস্ট্রেলিয়া অ্যাপ্লিকেশন ডে। বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে এ অনুষ্ঠান। এতে শিক্ষার্থীরা ২৫টির বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে কোর্স, স্কলারশিপ, টিউশন ফি থেকে শুরু করে অস্ট্রেলিয়ায় ভবিষ্যৎ কর্মক্ষেত্রের সুবিধাগুলো নিয়ে আলোচনা করতে পারবেন।

পিএফইসি গ্লোবাল জানায়, দিনব্যাপী এই ইভেন্টে শিক্ষার্থীদের জন্য থাকছে ১০০শতাংশ পর্যন্ত স্কলারশিপ সুবিধা। ইভেন্টটি হবে ঢাকার ধানমন্ডি ২৭ নম্বরে সিমা ব্লসম টাওয়ারের পাঁচতলার অফিসে। তারা কোনো প্রকার সার্ভিস চার্জ ছাড়াই শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার জন্য কাজ করে থাকে।

আরও জানায়, ইভেন্টটি সব শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত এবং ২৫টিরও বেশি স্বনামধন্য অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবে। এছাড়াও শিক্ষার্থীদের জন্য পছন্দের বিশ্ববিদ্যালয়ে অন-স্পট অ্যাপ্লিকেশনের সুযোগ এবং স্পট অ্যাপ্লিকেশনে থাকছে একটি স্মার্ট ওয়াচ গিফট। এছাড়াও আইইএলটিএস ও পিটিই কোর্সে থাকছে ২৫ শতাংশ ছাড় ও সবার জন্য আকর্ষণীয় গিফট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে