বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ০৭:৪৬:৪৮

নৌকাডুবিতে ১৬ জনের মৃত্যু, এখনও নিখোঁজ ২৮

নৌকাডুবিতে ১৬ জনের মৃত্যু, এখনও নিখোঁজ ২৮

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ জিবুতির উপকূলে একটি নৌকাডুবে ১৬ অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন। এ দুর্ঘটনার পর এখনও নিখোঁজ রয়েছে ২৮ জন।

মঙ্গলবার (২৩ এপ্রিল) জাতিসংঘের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। খবর আল জাজিরার।

 জাতিসংঘের অভিবাসন সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) জানায়, জিবুতি উপকূলে এই নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকাটিতে শিশুসহ ৭৭ জন আরোহী ছিলেন। এ পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে ২৮ জন। স্থানীয়দের সহায়তায় উদ্ধার কার্যক্রম চলছে।

জিবুতির উপকূলের লোহিত সাগর অঞ্চলে প্রায়ই এমন দুর্ঘটনা হয়ে থাকে। এর আগে গত ৮ এপ্রিল জিবুতির গদোরিয়া উপকূলে ৬০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশীবাহী নৌকা ডুবে যায়। এ দুর্ঘটনায় শিশুসহ ৩৮ জনের মৃত্যু হয়। এখনও নিখোঁজ আছে ছয়জন। ওই নৌকাটি ইথিওপিয়া থেকে ইয়েমেনের দিকে যাচ্ছিল।
 
যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে ও উন্নত জীবনযাপনের আশায় প্রতি বছর হাজার হাজার আফ্রিকান অভিবাসনপ্রাত্যাশী লোহিত সাগরের ওপারে দেশ ইয়েমেন হয়ে সৌদি আরবে যান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে