রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১০:১৫:২৯

এবার HMD স্মার্টফোন আসছে বাজারে, জানুন এর ডিটেইলস

এবার HMD স্মার্টফোন আসছে বাজারে, জানুন এর ডিটেইলস

আন্তর্জাতিক ডেস্ক : গ্লোবাল বাজারে সম্প্রতি HMD তাদের তিনটি নতুন স্মার্টফোন পেশ করেছে। এবার কোম্পানি সোশ্যাল মিডিয়া ফ্ল্যাটফর্মের মাধ্যমে জানিয়েছে, আগামী 29 এপ্রিল ভারতীয় বাজারে নতুন স্মার্টফোন লঞ্চ করবে। 

গ্লোবাল বাজারে যে মোবাইল লঞ্চ করা হয়েছে ভারতেও সেই একই ফোন পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কোম্পানি মাধ্যমে প্রকাশ্যে আসা এই ফোনের ডিটেইলস সম্পর্কে।

ভারতে লঞ্চ হবে HMD স্মার্টফোন
* HMD কোম্পানি সোশ্যাল মিডিয়া ফ্ল্যাটফর্ম এক্সে একটি নতুন পোস্ট শেয়ার করেছে। এর মাধ্যমে নতুন স্মার্টফোনটির ডিটেইলস সম্পর্কে জানিয়েছে।

* নীচে দেওয়া পোস্টে দেখা গেছে, 29 এপ্রিল কোম্পানি তাদের নতুন স্মার্টফোনের নাম রিভিল করবে বলে জানিয়েছে।

* 29 এপ্রিল ভারতে নতুন স্মার্টফোনের নাম জানানোর পর এটি আগামী মাসে অর্থাৎ মে মাসে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

* বেসকিছু রিপোর্ট অনুযায়ী ভারতীয় বাজারে সম্প্রতি পেশ হওয়া Pulse সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে পারে। HMD-এর পরবর্তী ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

HMD Pulse এবং HMD Pulse+ এর স্পেসিফিকেশন
24 এপ্রিল ইউরোপীয় বাজারে Pulse সিরিজ লঞ্চ করা হয়েছে। এতে এচএমডি প্লাস, এচএমডি প্লাস+ এবং এচএমডি প্লাস প্রো রয়েছে। নীচে HMD Pulse এবং HMD Pulse+-এর স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল।

ডিসপ্লে: HMD Pulse এবং Pulse+ ফোনে 6.65-ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে 90Hz রিফ্রেশ রেট , 20:9 অ্যাস্পেক্ট রেশিয়, 600নিটস পীক ব্রাইটনেস 1612 X 720 পিক্সেল রেজোলিউশন যোগ করা হয়েছে।

প্রসেসর: প্রসেসিঙের জন্য এই দুটি ফোনে UNISOC T606 চিপসেট দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে মালী-জি57 এমপী 1 জিপিউ রয়েছে।

স্টোরেজ: HMD Pulse এবং Pulse+ ফোনে 6GB পর্যন্ত RAM সহ 64GB এবং 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

ক্যামেরা: HMD Pulse+ ফোনে 50MP এর প্রাইমারি ক্যামেরা এবং একটি সেকেন্ডারি সেন্সর রয়েছে। তবে HMD Pulse ফোন এএফ ডুয়াল এলইডি ফ্ল্যাশ সহ 13MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট লেন্স যোগ করা হয়েছে।

ব্যাটারি: HMD Pulse এবং HMD Pulse+ ফোনে 10W চার্জিং সাপোর্ট সহ 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য: এই ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, OZO অডিও, IP52 রেটিং এবং সিঙ্গেল স্পিকারের মতো বিভিন্ন ফিচারস রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে