মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১০:০০:১৯

১১ হাজার ৯৯৯ টাকায় দুর্দান্ত ডিজাইন ও নতুন ফিচারের স্মার্টফোন

১১ হাজার ৯৯৯ টাকায় দুর্দান্ত ডিজাইন ও নতুন ফিচারের স্মার্টফোন

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন অফার নিয়ে এসেছে স্মার্টফোন ব্র্যান্ড টেকনো। টেকনো স্পার্ক ২০সি স্মার্টফোনটি এখন পাওয়া যাচ্ছে ১১ হাজার ৯৯৯ টাকায়। টেকনো স্পার্ক ২০সি স্মার্টফোনটি সিøক ডিজাইন ও নতুন ফিচারের জন্য জনপ্রিয়।

মিনিমালিস্ট স্কয়ার আকৃতির ডিজাইনে তিনটি ভিন্ন কালারে টেকনোর এই স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে। গ্রাভিটি ব্ল্যাক, মিস্টারি হোয়াইট ও ম্যাজিক স্কিনÑএই তিন কালারের ফোনটি ব্যবহারকারীদের দেবে আভিজাত্য ও সৌন্দর্যের নিশ্চয়তা।

ফোনটির অন্যতম ফিচার হলো এর ৬.৬ ইঞ্চি এবং ৯০ হার্জের হোল স্ক্রিন। ফোনের স্ক্রিন ও বডির অনুপাত ঠিক রেখে এটি ব্যবহারকারীকে প্রদান করবে ফুল স্ক্রিন অভিজ্ঞতা। স্ক্রিন ডিসপ্লের সঙ্গে সংযুক্ত ডাইনামিক পোর্ট ব্যবহারকারীকে দিচ্ছে ফোন আনলক না করেই নোটিফিকেশন চেক করার সুবিধা, যা ফোনের ব্যবহারকে করবে সহজতর ও অধিক কর্মক্ষম।

ফটোগ্রাফির শৌখিন ব্যবহারকারীদের জন্য স্মার্টফোনে রয়েছে ৫০ মেগা পিক্সেল আলট্রা সেনসিটিভ ক্যামেরা, যা ভিন্ন ভিন্ন আলোক ব্যবস্থায় সুনিপুণ ছবি ধারণ করতে পারে। এআর শটের মতো ফিচারের সাহায্যে ফোনটির ব্যবহারকারীরা অতি সহজেই তৈরি করতে পারবেন মজাদার কার্টুন অবতার ও ব্যাকগ্রাউন্ড।

এছাড়া ফোনটিতে রয়েছে ডিটিএস সাউন্ড টেকনোলজি-চালিত স্টেরিও ডুয়েল স্পিকার, যা ব্যবহারকারীর অডিও শোনার অভিজ্ঞতাকে করবে আরও প্রাণবন্ত ও শ্রুতিমধুর। এছাড়া এর ১৮ ওয়াট ফাস্ট চার্জ ৫০০০ এমএএইচ ব্যাটারি দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করে, যা ব্যবহারকারীদের সারাদিন সংযুক্ত থাকতে ও বিনোদনের সুযোগ দেয়।

অক্টা-কোর প্রসেসর চালিত টেকনো স্পার্ক ২০সি স্মার্টফোনটিতে রয়েছে ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম (৪ জিবি + ৪ জিবি)। এই ফিচারগুলো ব্যবহারকারীদের জন্য নিশ্চিত করে বাধাহীন মাল্টিটাস্কিং ও গেমিংয়ের অভিজ্ঞতা।

১১ হাজার ৯৯৯ টাকা মূল্যের টেকনো স্পার্ক ২০সি স্মার্টফোনটি বর্তমানে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি সহজলভ্য, যা ব্যবহারকারীদের অর্থের বিনিময়ে নিশ্চিত করে সেরা পণ্য। টেকনো মোবাইলের সঙ্গে আপনার স্মার্টফোনের অভিজ্ঞতা আপগ্রেড করার এই সুযোগটি হাতছাড়া করবেন না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে