আন্তর্জাতিক ডেস্ক : পুলিশি নির্যাতনের প্রতিবাদে বিদ্রোহ ঘোষণা করেছেন চিকিৎসকেরা। এক বিক্ষোভ সমাবেশে সমবেত হয়ে কয়েক হাজার চিকিৎসক এই বিদ্রোহ ঘোষণা করেন। প্রায় দুই বছরেরও বেশি সময় পর রাজপথে সরকারবিরোধী বড় ধরণের এই বিক্ষোভ অনুষ্ঠিত হল।
পুলিশ কর্তৃক দুই ডাক্তার নির্যাতনের প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়ে শুক্রবার রাজপথে নেমে আসেন মিশরের ডাক্তাররা। তাদের সংগঠন মিশর মেডিকেল সিন্ডিকেট ঘোষণা করেছে, ২৬ ফেব্রুয়ারির মধ্যে অভিযুক্ত পুলিশদের বিচারের আওতায় না আনা হলে ডাক্তাররা দেশের সব সরকারি হাসপাতালে জনগণকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা শুরু করবে।
কায়রোতে সংগঠনের সদর দপ্তরের বাহিরে সমবেত ডাক্তাররা এ সময় ‘বাঁচার অধিকার, স্বাধীনতা ও মর্যাদা’ লিখিত ব্যানার হাতে ‘আমরা নত হবো না! আমরা বেইল আউট হবো না’ স্লোগানে স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত করে তোলে।
বাত-রোগ বিশেষজ্ঞ ড. ইয়াহিয়া আবদেল সাফি বলেন, ‘এখানে সমবেত হাজার হাজার ডাক্তার নিজেদের মর্যাদার দাবিতে আন্দোলন করছে’।
গত ২৮ জানুয়ারি কায়রোর উত্তরাঞ্চলের একটি সরকারি হাসপাতালে একজন আহত পুলিশ সদস্যকে নিয়ে কয়েকজন পুলিশ আসেন। এ সময় অপেক্ষারত সাধারণ রোগীদের আগেই পুলিশ সদস্যকে চিকিৎসা দিতে হবে বলে পুলিশ সদস্যরা দায়িত্বরত দুই ডাক্তারকে চাপ প্রয়োগ করেন। ডাক্তার দু’জন অপারগতা প্রকাশ করলে তাদেরকে ব্যাপক মারধর করে পুলিশ সদস্যরা। ভুক্তভোগী ডাক্তারা বলেছেন, তারা যেন অভিযোগ না করেন এজন্য পুলিশ সদস্যরা তাদের হুমকি দিয়েছেন।
কায়রোর প্রসিকিউটর তদন্ত করে ৯ জন নিম্নপদস্থ পুলিশ সদস্যকে ‘সরকারি কর্মকর্তাদের হেনস্তা’ করার অভিযোগে অভিযুক্ত করেন। ৯ জন পুলিশ সদস্যই জামিন লাভ করেন। আন্দোলনরত ডাক্তাররা অভিযুক্তদের বিচারের আওতায় আনার দাবিতে সমাবেশ করেছেন।
এই আন্দোলন ২০১৩ সালের নভেম্বরে গণ জমায়েত নিষেধাজ্ঞা আইন অমান্য করে অনুষ্ঠিত হয়। আইনটি পাশের পর থেকে আন্দোলনে সম্পৃক্ত থাকার অভিযোগে বিভিন্ন সময় হাজার হাজার মানুষকে গ্রেপ্তার, কারবরণ ও জরিমানার শিকার হতে হয়েছে।
ডাক্তারদের জন্য বিচার দাবির পাশাপাশি ডাক্তারদের সংগঠন সরকারি হাসপাতালগুলো বেসরকারিকরণ প্রক্রিয়াও বন্ধ করার দাবি জানিয়েছে। তারা ২০ ফেব্রুয়ারি দেশজুড়ে সব হাসপাতালে আবারো প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দিয়েছে।
প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির প্রত্যক্ষ মদদপুষ্ট পুলিশ বাহিনী কর্তৃক ডাক্তারদের নির্যাতনের ঘটনা দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
মিশরের মানবাধিকার কমিশন জানিয়েছে, সিসির স্বৈরাচারী সরকারের বিরোধীতা করায় গত ৬ মাসে কমপক্ষে ৩০০ লোক গুম হয়েছে এবং আরো ১৬,০০০ নিরপরাধ মানুষকে জেলে নিক্ষেপ করা হয়েছে।
১৩ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস