শনিবার, ০৪ মে, ২০২৪, ০২:৪৪:৫৪

এবার বিপুল সস্তায় iPhone এর যে মডেল

এবার বিপুল সস্তায় iPhone এর যে মডেল

আন্তর্জাতিক ডেস্ক : ২০২৩ সালে বেসলাইন আইফোন হিসেবে বাজারে আসে iPhone 15। এতে রয়েছে USB-C পোর্ট, ডায়নামিক আইল্যান্ড, এবং A16 বায়োনিক প্রসেসর।

আইফোন প্রেমীদের জন্য সুখবর। সস্তায় মিলতে চলেছে iPhone 15। ফ্লিপকার্টে ২ মে থেকে শুরু হচ্ছে বিগ সেভিং ডে সেল। সেখানেই বিশাল ডিসকাউন্টে মিলবে অ্যাপলের iPhone 15। 

বেস ভ্যারিয়ান্ট পাওয়া যাবে মাত্র ৬৩,৯৯৯ টাকায়। শুধু তাই নয়, iPhone 14 Plus এবং iPhone 15 Plus মডেলেও মিলবে বিপুল ছাড়। ব্যাঙ্ক অফার এবং অতিরিক্ত ডিসকাউন্ট সহ এই দামে একমাত্র ফ্লিপকার্টের সেলেই মিলবে iPhone 15।

২০২৩ সালে বেসলাইন আইফোন হিসেবে বাজারে আসে iPhone 15। এতে রয়েছে USB-C পোর্ট, ডায়নামিক আইল্যান্ড, এবং A16 বায়োনিক প্রসেসর। 

দাম শুরু হচ্ছে ৭৯,৯০০ টাকা থেকে। গত কয়েক মাসে iPhone 15-এর দাম কমেছে। আর ফ্লিপকার্টের বিগ সেভিং ডে সেলে সর্বকালের কম দামে মিলবে iPhone 15। যাদের অতিরিক্ত স্টোরেজ স্পেস প্রয়োজন তাদের জন্য iPhone 15 256 GB এবং 512 GB ইন্টারনাল স্টোরেজও রয়েছে।

iPhone 15 বর্তমানে অ্যামাজনে ৭০,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইটে লঞ্চের সময়কার দামই দেখাচ্ছে। 

অন্যান্য প্ল্যাটফর্মে যে সব অফার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, তার তুলনায় ফ্লিপকার্টের দামই সবচেয়ে সস্তা। iPhone 15 বর্তমানে iOS 17-এ চলে। তবে কমপক্ষে আরও চারটি বড় iOS আপডেট করা যাবে।

iPhone 15-এ অন্যান্য অফার: ক্রোমা-তে iPhone 15 বর্তমানে ৭১,২৯০ টাকায় বিক্রি হচ্ছে। এক্সচেঞ্জ অফার হিসেবে ৬০,৫৯৬ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে এই প্ল্যাটফর্মে। এছাড়া নির্বাচিত ব্যাঙ্ক কার্ডে ফ্ল্যাট ৪ হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট রয়েছে। বিজয় সেলসে iPhone 15 বিক্রি হচ্ছে ৭১,৪৯০ টাকায়। নির্বাচিত ব্যাঙ্ক কার্ডের প্রি-পেইড পেমেন্টে মিলছে ৪ হাজার টাকার ছাড়।

নতুন আইফোন কিনতে চাইলে iPhone 15 ভাল বিকল্প। এর অনেকগুলো কারণ রয়েছে। বর্তমানে এটাই ইউএসবি-সি পোর্ট, ডায়নামিক আইল্যান্ড এবং 48 মেগা পিক্সলের ক্যামেরা-সহ সবচেয়ে সাশ্রয়ী আইফোন। শোনা যাচ্ছে, iPhone 16-এও iPhone 15-এর মতোই স্পেসিফিকেশন থাকবে। সেই দিক থেকে বিচার করলে iPhone 15 কেনাই লাভজনক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে