মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ০১:৫০:৫০

হঠাৎ ‘মাছ বৃষ্টি’, আকাশ থেকে টপাটপ রাস্তায় পড়ল মাছ!

হঠাৎ ‘মাছ বৃষ্টি’, আকাশ থেকে টপাটপ রাস্তায় পড়ল মাছ!

আন্তর্জাতিক ডেস্ক : বৃষ্টির মধ্যে আকাশ থেকে টপাটপ পড়ছে মাছ। এমনই উদ্ভট ঘটনা ইরানে ঘটেছে বলে সোশ্যাল মিডিয়ায় ভিডিও  শেয়ার করে দাবি করা হলো। দেখা গিয়েছে যে একটা চৌমাথার মতো রাস্তায় কয়েকটি গাড়ি  দাঁড়িয়ে আছে। 

তারইমধ্যে আকাশ থেকে টপাটপ রাস্তায় জ্যান্ত মাছ এসে পড়ছে। রাস্তায় পড়ে ছিটকে উঠছে মাছগুলি। জল থেকে মাছকে তুলে ডাঙায় তুলে রাখলে যেমন হয়, সেরকমভাবেই ছিটকে উঠতে থাকে।  ভিডিওতে আবার এক ব্যক্তিকে হাতে সেই মাছও তুলে নিতে দেখা গিয়েছে।

ইরানে ‘মাছ বৃষ্টি’ নিয়ে নেটিজেনদের প্রতিক্রিয়া
সেই ভিডিও পোস্ট করে এক নেটিজেন বলেন, ‘আচমকা ইরানে মাছ বৃষ্টি হল। ইরানের ইয়াসুজ এলাকায় বৃষ্টি হওয়ার পরেই রাস্তায় মাছ পড়তে দেখা গিয়েছে। মাছ পড়তে গিয়েছে শহরের রাস্তায়। তবে কারণ এখনও জানা যায়নি।’ অপর এক নেটিজেনও সেই ভিডিও শেয়ার করে বলেন, ‘টর্নেডোর কারণে এই অভাবনীয় ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। সমুদ্র থেকে ওই মাছগুলিকে তুলে নিয়ে আসে টর্নেডো। ছুড়ে দেয় আকাশে। তারপর সেগুলি রাস্তায় পড়েছে বলে মনে করা হচ্ছে।’

ইরানে ‘মাছ বৃষ্টি’-র কারণ
একাধিক রিপোর্ট অনুযায়ী, ইরানের ইয়াসুজ এলাকায় প্রবল বৃষ্টি হচ্ছিল। সেইসময় ‘মাছ বৃষ্টি’-র ঘটনা ঘটেছে। বিশেষজ্ঞদের মতে, আকাশ থেকে মাছ পড়েছে বলাটা ঠিক হবে না। কারণ ঝড়ের তাণ্ডবে কোনও জলাশয় বা সমুদ্র থেকে উড়ে এসে রাস্তায় পড়েছে। আর যেখানে ওই ‘মাছ বৃষ্টি’ ঘটেছে বলে দাবি করা হয়েছে, তা উপকূল থেকে মোটামুটি ২৮০ কিলোমিটার দূরে অবস্থিত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে