শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:৩৫:১৫

সিরিয়াকে ঘিরে বিশ্বযুদ্ধের আশঙ্কায় রাশিয়া

সিরিয়াকে ঘিরে বিশ্বযুদ্ধের আশঙ্কায় রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামিক স্টেট জঙ্গিদের অন্যতম ঘাঁটি সিরিয়াকে কেন্দ্র করে ফের নতুন করে বিশ্বযুদ্ধ বেধে যেতে পারে বলে আশঙ্কা করছেন রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ। দিমিত্রি মনে করেন, সিরিয়ায় পদাতিক সেনা নামানোর সিদ্ধান্ত মানে, আর একটা বিশ্বযুদ্ধ ডেকে আনা। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

বৃহস্পতিবার জার্মানির একটি খবরের কাগজকে দেয়া সাক্ষাত্‍‍‌কারে রাশিয়ার প্রধানমন্ত্রী বলেন, সিরিয়ায় আইএস বিরোধী স্থল অভিযান হলে, প্রত্যেকেই তাতে যোগ দেবে। এটা 'যুদ্ধ' বলেই উল্লেখ করেন দিমিত্রি।

সম্প্রতি সৌদি আরব সিরিয়ায় পদাতিক সেনা নামানোর কথা জানায় আমেরিকার কাছে। সেই উত্তেজনার আঁচ গিয়ে পৌঁছেছে ক্রেমলিনেও। এ নিয়ে রাশিয়ার প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, আমেরিকা ও তার দোসর সৌদি আরবকে এটা বিবেচনা করে দেখতে হবে, তারা সত্যি চিরস্থায়ী যুদ্ধের দিকে এগোতে চায় কি না? কোনো পদক্ষেপের আগে এটা তাদের ভালো করে ভেবে দেখা উচিত।

সিরিয়ায় রাশিয়ার সঙ্গে সহযোগিতা করার প্রস্তাব ফেরানোয়, পশ্চিমি শক্তিকে কটাক্ষও করেন রাশিয়ার প্রধানমন্ত্রী।

সিরিয়ায় রাশিয়ার বোম্বিংয়ের সমালোচনা করে সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মন্তব্য করে, 'সীমারেখা অতিক্রম করছে ক্রেমলিন।' সিরিয়ার সাম্প্রতিক অবস্থাকে 'অদ্ভূত' বলে উল্লেখ করে হিউম্যান রাইটস। ফরাসি প্রেসিডেন্টও রাশিয়ার বোম্বিংয়ের সমালোচনা করে বলেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সাহায্য করতে গিয়ে সেখানকার সাধারণ মানুষের ক্ষতি করছে রাশিয়া।

এদিন এসবের প্রেক্ষিতেই এদিন মুখ খোলেন রাশিয়ার প্রধানমন্ত্রী। দিমিত্রি মনে করেন, সিরিয়ায়কে কেন্দ্র করে বিশ্বযুদ্ধ এড়াতে আমেরিকা ও রাশিয়ার উচিত যৌথ ভাবে অন্যদের উপর চাপ সৃষ্টি করা। এ ধরনের যুদ্ধে তাড়াতাড়ি জয়ও অসম্ভব বলেই মনে হয়েছে তার। বিশেষত আরব বিশ্বে। কারণ এখানে প্রত্যেকে প্রত্যেকের বিরুদ্ধে লড়াই করছে।

উল্লেখ্য, সিরিয়ায় গত পাঁচ বছরে যুদ্ধে ২.৫ লক্ষেরও বেশি মানুষ মারা গিয়েছেন।
১৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে