আন্তর্জাতিক ডেস্ক : একেবারে সস্তায় বাজারে এবার নকিয়ার ৩ ফোন। HMD Global কোম্পানি Nokia ব্র্যান্ডের তিনটি ফোন লঞ্চ করেছে – Nokia 215 4G (2024), Nokia 225 4G (2024) এবং Nokia 235 4G (2024)। এই তিনটি ফোনেই Unisoc T107 চিপসেট দেওয়া, যা S30+ অপারেটিং সিস্টেমে চলে।
নোকিয়ার এই তিনটি ফোন ক্লাউড অ্যাপ সাপোর্ট সহ আসে। এটির মাধ্যমে এন্টারটেনমেন্ট খবর, আবহাওয়ার আপডেট এবং অন্যান্য ফিচার পাওয়া যাবে। এখানে আমরা তিনটি ফোনের দাম এবং ফিচার সম্পর্কে বলবো।
Nokia 215 4G (2024) ফোনের দাম কত
এই নোকিয়া ফোনটি আয়ারল্যান্ডে 64.99 ইউরো (প্রায় 5800 টাকা) দামে আনা হয়েছে। এটি তিনটি কালার কালো, নীল এবং বেগুনি অপশনে কেনা যাবে।
Nokia 225 4G (2024) ফোনের দাম কত
নোকিয়া ২২৫ ৪জি (২০২৪) ইউরোপে 69 ইউরো (প্রায় 6200 টাকা) লঞ্চ হয়েছে হয়েছে।
Nokia 215 4G (2024) দাম কত
এটি 59 ইউরো (প্রায় 5,300 টাকা) দামের সাথে বাজারে আনা হয়েছে।
ফোনের বিক্রির কথা বললে, কোম্পানি জানিয়েছে যে নোকিয়ার লেটেস্ট ফোনগুলি আফ্রিকা, ভারত, মিডিল ইস্ট সহ এশিয়া প্যাসিফিক দেশে কেনা যাবে।
Nokia215, Nokia225, Nokia235 ফোনে কী রয়েছে বিশেষ
ডিসপ্লে: তিনটি ফোনের নোকিয়া 225-এ রয়েছে 2.4-ইঞ্চি ডিসপ্লে প্যানেল, নোকিয়া 215 এবং নোকিয়া 235-এ রয়েছে 2.8-ইঞ্চি ডিসপ্লে প্যানেল। তিনটি ফোনেই QVGA LCD স্ক্রিন পাওয়া যাবে।
প্রসেসর: লেটেস্ট নোকিয়ার তিনটি ফিচার ফোন Unisoc T107 প্রসেসরে আসে। এই ফোনে 64MB RAM এবং 128MB স্টোরেজ দেওয়া। ফোনের স্টোরেজ মাইক্রোএসডি কার্ড দিয়ে 32GB পর্যন্ত বাড়ানো যেতে পারে।
ক্যামেরা: নোকিয়া 215 ফোনে কোনো ক্যামেরা সেন্সর দেওয়া হয়েনি। এছাড়া নোকিয়া 225 ফোনে 0.3 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং নোকিয়া 235 ফোনে 2 মেগাপিক্সেলের ক্যামেরা পাওয়া যাবে। তিনটি ফোনেই ব্লুটুথ কানেক্টিভিটি অফার করা হয়েছে।
ব্যাটারি: তিনটি ফিচার ফোনেই 1450mAh ব্যাটারি দেওয়া। এটি 9.8 ঘণ্টার টকটাইম অফার করে। চার্জ করার জন্য, এতে একটি USB Type-C পোর্ট দেওয়া।