সোমবার, ১৩ মে, ২০২৪, ১০:৪৫:৫৭

কয়েক ঘণ্টা ধরে ভারী বৃষ্টিপাত, ৩৪ জনের মৃত্যু, নিখোঁজ ১৬

কয়েক ঘণ্টা ধরে ভারী বৃষ্টিপাত, ৩৪ জনের মৃত্যু, নিখোঁজ ১৬

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যা ও আগ্নেয়গিরির ঠান্ডা লাভার প্রবাহে অন্তত ৩৪ জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন ১৬ জন। রোববার (১২ মে) স্থানীয় একজন দুর্যোগ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

শনিবার (১১ মে) সন্ধ্যায় পশ্চিম সুমাত্রা প্রদেশের দুটি জেলা আগাম ও তানার দাতায় কয়েক ঘণ্টা ধরে ভারী বৃষ্টিপাত হয়। এর ফলে বন্যায় সুমাত্রা দ্বীপের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট মারাপির নিচ থেকে ছাই এবং বড় পাথর সরে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। 

 পশ্চিম সুমাত্রা দুর্যোগ সংস্থার মুখপাত্র ইলহাম ওয়াহাব বার্তা সংস্থা এএফপিকে বলেন, এখন পর্যন্ত আমাদের তথ্য বলছে যে, ৩৪ জন মারা গেছেন। তাদের মধ্যে আগমে ১৬ জন এবং তানাহ দাতারে ১৮ জন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। আমরা এখনও ১৬ জনকে খুঁজছি।

তিনি বলেন, অনুসন্ধান অভিযানে স্থানীয় উদ্ধারকারী, পুলিশ, সেনাবাহিনী এবং স্বেচ্ছাসেবীরা যোগ দিয়েছেন। মৃতদের মধ্যে নয়জনের মরদেহ শনাক্ত করা হয়েছে। যার মধ্যে তিন বছর বয়সি এবং আট বছর বয়সি দুই শিশু রয়েছে।

নিখোঁজদের সন্ধান করতে এবং আশ্রয়কেন্দ্রে লোকদের নিয়ে যাওয়ার জন্য কর্তৃপক্ষ ঘটনাস্থলে উদ্ধারকারীদের একটি দল এবং রাবার বোট পাঠিয়েছে।

স্থানীয় সরকার দুটি ক্ষতিগ্রস্ত জেলার বেশ কয়েকটি এলাকায় উচ্ছেদ কেন্দ্র এবং জরুরি আশ্রয় কেন্দ্র স্থাপন করেছে। ইন্দোনেশিয়ায় বর্ষাকালে ভূমিধস ও বন্যার ঝুঁকি অনেক বেড়ে যায়। মার্চ মাসে পশ্চিম সুমাত্রায় ভূমিধস ও বন্যায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে