বুধবার, ১৫ মে, ২০২৪, ০৭:৫৯:৪৭

বিশাল মূল্য ছাড় Redmi 12 5G ফোনের!

বিশাল মূল্য ছাড় Redmi 12 5G ফোনের!

আন্তর্জাতিক ডেস্ক : সস্তা শাওমি ফোনের লিস্টে গত বছর লঞ্চ হওয়া Redmi 12 5G ফোনটি যথেষ্ট এগিয়ে রয়েছে। এই ফোনটি মাত্র 11,999 টাকা দামে ভারতে লঞ্চ করা হয়েছিল এবং এর ফ্লেই ফোনটি Cheapest 5G Phone in India এর লিস্টে স্থান পর্যন্ত পেয়ে গিয়েছিল। 

এবার কোম্পানি এই ফোনের দাম 500 টাকা কমিয়ে দিয়েছে। ফলে এই বাজেট ক্যাটাগরির ফোনটি এখন আরও কম দামে কেনা যাবে।

ভারতে Redmi 12 5G ফোনটি 4GB RAM, 6GB RAM এবং 8GB RAM সহ তিনটি RAM মডেলে পেশ করা হয়েছে। বিশাল মূল্য ছাড়, কোম্পানির পক্ষ থেকে এই ফোনের 6GB RAM এবং 8GB RAM মডেলের দাম 500 টাকা করে কমিয়ে দেওয়া হয়েছে। 

আগে এই দুটি ভেরিয়েন্ট যথাক্রমে 13,499 টাকা এবং 15,499 টাকা দামে সেল করা হত। ইন্তু এখন প্রাইস কাটের পর এই মডেলদুটির দাম কমে 12,999 টাকা এবং 14,999 টাকা হয়ে গেছে। অন্যদিকে Redmi 12 5G ফোনের 4GB RAM মডেলের দাম 11,999 টাকা।

Redmi 12 5G এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: রেডমি 12 5G ফোনটিতে 6.79 ইঞ্চির এফএইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিন 90Hz রিফ্রেশরেট, 550 নিটস্ ব্রাইটনেস এবং 91% স্ক্রিন টু বডি রেশিও সাপোর্ট করে।

প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে Snapdragon 4 Gen 2 চিপসেট দেওয়া হয়েছে। এই চিপসেট 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে কাজ করে।

স্টোরেজ: এই ফোনে 8GB পর্যন্ত RAM যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এছাড়া কোম্পানি এই ফোনে 8GB virtual RAM ফিচারও যোগ করেছে। অর্থাৎ এই ফোনে মোট 16GB পর্যন্ত RAM পারফরমেন্স পাওয়া যায়।

 ক্যামেরা: ফোনটির ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেলের প্রাইমারি  ক্যামেরা সেন্সর রয়েছে। এর সঙ্গে একটি AI লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 22.5W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

OS: এই ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে কাজ করে।
অন্যান্য: এই ফোনে ওয়াইফাই 5, ব্লুটুথ 5.1, ডুয়েল সিম 5G, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP53 রেটিঙের মতো সমস্ত প্রয়োজনীয় ফিচার রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে