আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির বিখ্যাত অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ ভারতে নতুন মোটরসাইকেল লঞ্চ করল। মডেল বিএমডব্লিউ এম ১০০০ এক্সআর। অ্যাডভান্স ফিচার্সসহ দুরন্ত ইঞ্জিন রয়েছে এই বাইকে। যা অনবদ্য পারফরম্যান্স দিতে সাহায্য করবে।
এর আগে এম সিরিজের দুটি বাইক লঞ্চ করেছিল বিএমডব্লিউ। এটি তৃতীয় মডেল। সংস্থার দাবি অনুযায়ী,এটি সবথেকে শক্তিশালী ক্রসওভার মোটরসাইকেল। যা দুর্দান্ত পারফরম্যান্স দেবে রাইডারকে। পাশাপাশি এতে হালকা ওজন এবং উন্নত ইলেকট্রনিক্স পাওয়া যাবে।
নতুন মডেল বিএমডব্লিউ এস ১০০০এক্সআর বাইকেরই স্পোর্টি ভার্সন। ফিচার্স রয়েছে অনেক বেশি। ডিজাইনের দিক দিয়ে এতে পাবেন স্মোকড উইন্ডস্ক্রিন, স্প্লিট এলইডি হেডলাইট এবং ডে টাইম রানিং ল্যাম্প। দুইটি রঙের বিকল্প রাখা হয়েছে বাইকে ব্ল্যাকস্টর্ম মেটালিক এবং লাইট হোয়াইট।
এই বাইকের সঙ্গে একটি এম কম্পিটিশন প্যাকেজের ঘোষণা করেছে বিএমডব্লিউ। যেখানে কার্বন ফাইবার ডিজাইন পাবেন। এতে চেইন গার্ড, ফ্রন্ট হুইল কভার, রিয়ার হুইল কভার, ইগনিশন কভার, অ্যাডজাস্টেবেল ফুট পেগ এবং আনলক মোড পাওয়া যাবে। তবে বাইকের সঙ্গে এই প্যাকেজ নিলে বাড়তি টাকা খরচ করতে হবে।
বাইকের ফিচার্স ও স্পেসিফিকেশন
এতে টাইটানিয়াম সাইলেন্সার রয়েছে সঙ্গে কার্বন ফাইবার ক্যাপ। মিলবে পাঁচটি রাইডিং মোড (রেস, রোড, রেইন, ডাইনামিক এবং রেসার প্রো), কুইক শিফটার, নতুন জেনারেশন ট্র্যাকশন কন্ট্রোল, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, হুইলি কন্ট্রোল, হিটেড গ্রিপ, শিফট অ্যাসিস্ট্যান্ট প্রো, লঞ্চ কন্ট্রোল, এবিএস, স্লাইড কন্ট্রোল, USB চার্জিং সকেট, অটোমেটিক হিল স্টার্ট কন্ট্রোল এবং ডাইনামিক ব্রেক কন্ট্রোল।
নিখুঁত ডিজাইনের সঙ্গে বাইকে ফিচার্সে কমতি রাখেনি সংস্থা। রাইডারের সুবিধার্থে সব রকম কন্ট্রোল ফিচার দেওয়া হয়েছে মোটরসাইকেলে। যা বহু নামী দামি গাড়িতেও পাওয়া যায় না। এটির দুই চাকাতে রয়েছে দুইটি করে ডিস্ক ব্রেক সঙ্গে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। ভারতে বিএমডাব্লিউ এম ১০০০ এক্সআর বাইকের দাম রাখা হয়েছে ৪৫ লাখ রুপি।
ইঞ্জিন ও পারফরম্যান্স
বিএমডাব্লিউ এম ১০০০ এক্সআর বাইকে পাবেন ৯৯৯ সিসি চার সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন। যা সর্বোচ্চ ২০১ পিএস শক্তি এবং ১১৩ এনএম টর্ক তৈরি করতে পারে। বাইকের সর্বোচ্চ গতি ২৮০ কিমি প্রতি ঘণ্টা। এটি ০ থেকে ১০০ কিমি গতি স্পর্শ করতে সময় নেয় ৩.২ সেকেন্ড। আর ২০০ কিমি প্রতি ঘণ্টা গতি স্পর্শ করে মাত্ ৭.৪ সেকেন্ডে।