শনিবার, ১৮ মে, ২০২৪, ০৩:৪৭:০০

পানির নিচে তলিয়ে যাবে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক!

পানির নিচে তলিয়ে যাবে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক!

আন্তর্জাতিক ডেস্ক : চলতি শতাব্দির শেষ নাগাদ পানির নিচে তলিয়ে যেতে পারে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। দেশটির জলবায়ু পরিবর্তন অফিসের একজন সিনিয়র কর্মকর্তা বুধবার এই আশঙ্কার কথা জানিয়েছেন।

ওই কর্মকর্তা জানান, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে থাইল্যান্ডকে রাজধানী ব্যাংকক স্থানান্তর করার বিষয়টি বিবেচনা করতে হতে পারে।

সরকারের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিভাগের উপ-মহাপরিচালক পাভিচ কেসাভাওং সতর্ক করে দিয়ে জানান, বিশ্ব এখন উষ্ণায়নের যে পথে রয়েছে তার সঙ্গে ব্যাংকক খাপ খাইয়ে নিতে সক্ষম হবে না।

প্রাক-শিল্প স্তর থেকে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি মনে করি আমরা ইতোমধ্যে ১ দশমিক ৫(ডিগ্রি সেলসিয়াসের ওপরে আছি। এখন আমাদের ফিরে আসতে হবে এবং অভিযোজন সম্পর্কে ভাবতে হবে। যদি আমরা আমাদের (বর্তমান) পরিস্থিতিতে থাকি, তাহলে কল্পনা করা যায়, ব্যাংকক পানির নিচে থাকবে।’

পাভিচ জানান, সরকার রাজধানী স্থানান্তরের বিষয়টি চিন্তাভাবনা করছে। তবে বিষয়টি ‘অনেক বেশি জটিল।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে