রবিবার, ১৯ মে, ২০২৪, ০৯:০২:১৮

নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী গাড়ি নদীতে, যত জনের মৃত্যু

নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী গাড়ি নদীতে, যত জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : সিকিমের পাহাড় থেকে নিয়ন্ত্রণ হারিয়ে বাঙালি পর্যটকবাহী একটি গাড়ি নদীতে পড়ে ২ জন নিহত হয়েছেন। নিহতদের একজন কলকাতার নাগরিক, অন্যজন গাড়িচালক। এতে আহত হয়েছেন ৪ জন।

শনিবার (১৮ মে) ঘটনাটি ঘটেছে সিকিমের সিংটামের কাছে।

পুলিশ জানায়, কলকাতার ৫ জন পর্যটকের একটি পরিবার নিয়ে শিলিগুড়ি থেকে গ্যাংটকের দিকে যাচ্ছিল গাড়িটি। সিংথামের কাছে সাংখোলা নদীতে কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী গাড়িটি রানিখোলা নদীতে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান গাড়িচালক এবং ৭২ বছর বয়সী কলকাতার বাসিন্দা রবীন্দ্রনাথ পাল। পরে তাদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এতে দুর্ঘটনায় আহত হন আরও ৪ জন। তারা হলেন, তাপস পাল (৩৩), কৃষ্ণা পাল (৩৬), মীরা পাল (৬০)। এছাড়াও ৪ বছরের একটি শিশুও গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তারা গ্যাংটকের সেন্ট্রাল রেফারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। সিকিম পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে