আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের ইনজারলিক বিমান ঘাঁটিতে যুদ্ধবিমান পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরব। সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসের বিরুদ্ধে কথিত লড়াইয়ের জন্য এ পদক্ষেপ নেয়া হয়েছে। আরবি নিউজ চ্যানেল আল আরাবিয়াকে এ কথা জানিয়েছেন সৌদি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আল-আসিরি। রেডিও তেহরানের এক প্রতিবেনে এ খবর জানা যায়।
অবশ্য বিমান ঘাঁটিতে এখনো সৌদি কোনো পদাতিক সেনা মোতায়েন করা হয় নি উল্লেখ করে তিনি বলেন, সৌদি বাহিনীর অংশ হিসেবে সেখানে বর্তমানে সৌদি বিমান রয়েছে।
বিমান পাঠানোর জন্য এ ঘাঁটি সৌদি কর্মকর্তারা পর্যবেক্ষণ করেছেন বলেও এর আগের খবরে বলা হয়েছিল। এ ছাড়া, কৌশলগত পরিকল্পনা থাকলে সিরিয়ায় আংকারা এবং রিয়াদ স্থল অভিযান চালাতে পারে বলেও শনিবার জানিয়েছিলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।
এ ছাড়া, চলতি মাসের ১২ তারিখে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আবদেল আল-জুবাইর মার্কিন নিউজ চ্যানেল সিএনএনকে বলেছিল, মার্কিন নেতৃত্বাধীন জোট যদি পদাতিক সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয় তবে রিয়াদ বিশেষ বাহিনী মোতায়েনে প্রস্তুত রয়েছে।
এদিকে, সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম বলেছেন, সৌদি আরব বা তুরস্ক যেই হোক না কেন, সিরিয়ার মাটিতে আগ্রাসন চালানোর হঠকারিতা দেখালে কাঠের কফিনে ভরে আগ্রাসীদেরকে তাদের দেশে ফেরত পাঠানো হবে।
১৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই