বৃহস্পতিবার, ০৪ জুলাই, ২০২৪, ১১:৩৩:০৩

টানা বর্ষণে সৃষ্ট বন্যায় ৮ জনের মৃত্যু

টানা বর্ষণে সৃষ্ট বন্যায় ৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আসাম রাজ্যে বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। সেই সঙ্গে বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি। এরই মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ১৬ লাখ মানুষ। বুধবার (৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আসামের রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএসডিএমএ)।

আসামে গত কয়েকদিন ধরে ভারি বৃষ্টিপাত হয়েছে এবং এখনও অব্যাহত রয়েছে। এ কারণেই রাজ্যজুড়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। গত কয়েকদিনে প্রায় প্রতিদিনই মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার আরও আটজনের মৃত্যু হয়। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫৬ জনে।

 রাজ্যটির ৩৫টি জেলার মধ্যে ২৭টির ২ হাজার ৮০০টি গ্রাম বন্যাকবলিত। ফলে ওইসব এলাকায় পানিবন্দি হয়ে পড়েছেন ১৬ লাখ ২৫ হাজার মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ধুবড়িতে পানিবন্দি হয়ে পড়েছেন ২ লাখ ২৩ হাজার মানুষ।

বন্যায় রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় অনেক জেলা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উদ্ধারকারীরা বিভিন্ন স্থান থেকে অন্তত ৮ হাজার ৩৭৭ জনকে উদ্ধার করেছেন।

টানা বর্ষণে সৃষ্ট বন্যায় আসামের ৪২ হাজার ৪৭৬ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিন লাখ ৮৭ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়স্থলে সরিয়ে নেয়া হয়েছে। বাঁধ, সড়ক ও সেতুসহ বিভিন্ন অবকাঠামো ভেঙে পড়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে